ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয় শেয়ারিং কর্মশালা

পিরোজপুরে জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয় শেয়ারিং কর্মশালা

পিরোজপুর প্রতিনিধি >
পিরোজপুরে জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয় এক শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা উদ্দীপন আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় জলবায়ু সক্ষমতা বৃদ্ধির কৌশল ও প্রক্রিয়াকে সমাজ, ইউনিয়ন, উপজেলা, জেলা এবং জাতীয় পর্যায়ে অ্যাডভোকেসির মাধ্যমে শক্তিশালী করনের উদ্দেশ্যে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, সুশীল সমাজের প্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং অন্যান্য স্টেকহোল্ডারদের অংশগ্রহণে আজ সোমবার কর্মশালার আয়োজন করা হয়।
উদ্দীপন পিরোজপুরের প্রকল্প পরিচালক সিরাজুল ইসলাম বলেন, শিশুসহ বিপদাপন্ন জনগোষ্ঠীর সক্ষমতা বাড়ানোর মাধ্যমে পারিবারিক ও সামাজিক পর্যায়ে চলমান দুর্যোগ ঝুঁকিহ্রাস অনুশীলনগুলোতে জলবায়ু পরিবর্তন বিষয়টিকে অন্তর্ভূক্ত করার ক্ষেত্রে এই কর্মসূচি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে। প্রকল্প কার্যক্রমের শিক্ষনীয় বিষয় শেয়ারিং শেষে কর্মশালায় অংশগ্রহনকারীগন জলবায়ু পরিবর্তন অভিযোজনের কৌশল হিসেবে রাস্তার পাশে খেজুর গাছ, তাল গাছ ও নাড়িকেল গাছ রোপনের পরামর্শ ব্যক্ত করেন। কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সেভ দ্য চিলড্রেনের প্রকল্প কর্মকর্তা সাখাওয়াত হোসেন, সাংবাদিক গৌতম চৌধুরী, জিয়াউল হাসান, মুনিরুজ্জামান নাসিম প্রমুখ।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...