ব্রেকিং নিউজ
Home - জাতীয় - ফেইসবুক খুলে দেওয়ার দাবিতে জাহাঙ্গীরনগরে মানববন্ধন

ফেইসবুক খুলে দেওয়ার দাবিতে জাহাঙ্গীরনগরে মানববন্ধন

‘স্বাধীন মত প্রকাশকে রুদ্ধ করার সব আইন’ বাতিল এবং ফেইসবুকসহ বন্ধ থাকা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম দ্রুত খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের সামনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন ও সমাবেশ হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ প্রায় অর্ধ-শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধনে ‘ফেসবুক কি আইনত নিষিদ্ধ?’, ‘মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলাই কি সমাধান?’ ইত্যাদি স্লোগান সংবলিত প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী অলিউর রহমান সানের সঞ্চালনায় বক্তারা স্বাধীন মত প্রকাশ নিশ্চিত করার লক্ষ্যে অবিলম্বে ফেইসবুকসহ বন্ধ থাকা সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়ার দাবি জানান।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে দর্শন বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মঈনুল আলম নিজার বলেন, “ফেইসবুক বাংলাদেশে বিকল্প গণমাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছিল। স্বাধীন মত প্রকাশের স্বার্থে অবিলম্বে এটি খুলে দেওয়া উচিত।”

বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের সভাপতি জোবায়ের টিপু বলেন, “সাধারণ জনগণের জন্য ফেইসবুক বন্ধ রেখে সরকারি দলের লোকজন বিকল্প পথে ফেইসবুক ব্যবহার করছে, এটা অত্যন্ত হাস্যকর।”

এছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম ৫৭ ধারাকে ‘মত প্রকাশের স্বাধীনতা হরণকারী’ উল্লেখ করে অবিলম্বে এটি বাতিলের দাবি জানান।

যুদ্ধাপরাধী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকরের আগে ১৮ নভেম্বর ফেইসবুকসহ ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করা যায় এরকম কয়েকটি মাল্টিমিডিয়া অ্যাপ বন্ধ করে সরকার।

জঙ্গি ও নাশকতাকারীরা মোবাইল ফোনে কথা না বলে ফেইসবুকসহ ইন্টারনেটভিত্তিক এসব অ্যাপ ব্যবহার করায় তাদের ধরতে সমস্যা হচ্ছে জানিয়ে ‘দেশ ও জাতির নিরাপত্তার স্বার্থেই’ এগুলো বন্ধ করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়।

সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা শ্রীঘ্রই ফেইসবুক খুলে দেওয়ার কথা বললেও এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট সময় বলেননি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় বিএনপির নির্বাচন বিরোধী প্রচারপত্র বিলি

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামীলীগের একতরফা নির্বাচন বন্ধের দাবী ও ভোটারদের ভোট কেন্দ্রে না ...