ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে আ’লীগের মনোনয়ন পেয়েছেন হাবিবুর রহমান মালেক

পিরোজপুরে আ’লীগের মনোনয়ন পেয়েছেন হাবিবুর রহমান মালেক

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দৈনিক গ্রামের সমাজের প্রতিষ্ঠাতা, পিরোজপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আলহাজ্ব মো. হাবিবুর রহমান মালেক। তিনি পিরোজপুর পৌরসভার বর্তমান মেয়র। ২০০৪ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের মেয়াদে অনুষ্ঠিত পৌর নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীকে পরাজিত করে তিনি বিপুল ভোটে পিরোজপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন। মহাজোট সরকারের প্রথম মেয়াদে অনুষ্ঠিত পৌর নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিরোজপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন। তিনি পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের সাবেক প্রেসিডেন্ট মরহুম আলহাজ্ব একরাম আলী খলিফার ছেলে ও পিরোজপুর সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব একেএমএ আউয়ালের ভাই।

পিরোজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট খান মো. আলাউদ্দিন জানান, পিরোজপুর পৌরসভা নির্বাচনে শনিবার রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রার্থী মনোনয়ন বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় মনোনয়ন বোর্ডের ৭ সদস্য উপস্থিত ছিলেন। এরা হলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব একেএমএ আউয়াল, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান সরদার, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট খান মো. আলাউদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন নান্না।

পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট খান মো. আলাউদ্দিন বলেন, আলহাজ্ব মো. হাবিবুর রহমান মালেক পিরোজপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের একমাত্র মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আমরা তার নাম প্রস্তাব করে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে পাঠাই। মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মেয়র প্রার্থী মনোনয়ন বোর্ডের সভায় পিরোজপুর পৌরসভার মেয়র পদে আলহাজ্ব মো. হাবিবুর রহমান মালেককে মনোনয়ন দেয়া হয়। অপরদিকে স্বরূপকাঠি পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন স্বরূপকাঠি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম কবির। আগামী ৩০ ডিসেম্বর পিরোজপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় চারবারের সাংসদ ডা. ফরাজিকে বিপুল ভোটে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ বিজয়ী

বিশেষ প্রতিনিধি : পিরোজপুর-৩ মঠবাড়িয়া একক আসনে কোনও অপ্রীকর ঘটনা ছাড়াই সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে ...