ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মঠবাড়িয়ায় গুলিতে নিহতদের স্মরণে শোক র‌্যালি উপজেলা আ’লীগের

মঠবাড়িয়ায় গুলিতে নিহতদের স্মরণে শোক র‌্যালি উপজেলা আ’লীগের

আজকের মঠবাড়িয়া অনলাইন ডেস্ক-মঠবাড়িয়ায় ইউপি নির্বাচনে স্থানীয় সাফা ডিগ্রী কলেজ কেন্দ্রে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে আইন-শৃংখলা বাহিনীর গুলিতে নৌকা সমর্থক ৫ কর্মী নিহত হওয়ার প্রতিবাদে র‌্যালি করেছে আ’লীগ। আজ রবিবার বিকেলে উপজেলা আ’লীগের উদ্যোগে এই শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

পরে শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা আ’লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এমাদুল হক খানের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি ও স্বাচিপ নেতা অধ্যাপক ডা. এম নজরুল ইসলাম, উপজেলা আ’লীগ সহ-সভাপতি আরিফ উল হক, সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, প্রচার সম্পাদক ফজলুল হক মনি, নির্বাচিত চেয়ারম্যানদের পক্ষে মিরাজ মিয়া, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলাউদ্দিন আল আজাদ, যুবলীগ সাধারণ সম্পাদক জুলহাস শাহিন ও ছাত্রলীগ সভাপতি নজরুল সোহেল প্রমূখ। বক্তারা ওই কেন্দ্রে দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট, প্রিজাইডিং অফিসার ও আইন শৃংখলা বাহিনীর গাফেলতিকে দায়ী করে তাদেরকেও বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ২২ মার্চ প্রথম ধাপের ইউপি নির্বাচনে উপজেলার ২নং ধানীসাফা ইউনিয়নের সাফা ডিগ্রী কলেজ কেন্দ্রে ৭৪৬টি ভোট বাতিল হওয়াকে কেন্দ্র করে পরিস্থিতি সামাল দিতে বিজিবি ও পুলিশ গুলি চালায়। এতে ঘটনা স্থলেই আ’লীগের চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশীদ তালুকদারের ৫জন সমর্থক নিহত হয় এবং ২০ জন নিরীহ গ্রামবাসী আহত হয়। এঘটনায় ওই কেন্দ্রের আইন শৃংখলা বাহিনীর দায়িত্বে থাকা এস আই সানোয়ার আলী খান বাদী হয়ে মঠবাড়িয়া থানায় ১ হাজার ৩০০ অজ্ঞাত গ্রামবাসীকে আসামী করে মামলা করেন। মামলা দায়েরের পর ওই ইউনিয়নের ৫গ্রাম পুরুষ শূণ্য হয়ে গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গঠিত ৩টি তদন্ত দল তদন্ত করছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...