ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ দিন পর মামলা

মঠবাড়িয়ায় বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ দিন পর মামলা

মঠবাড়িয়াব প্রতিবেদক : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর তাফালবাড়িয়া গ্রামের ব্যবসায়ী দেলোয়ার হোসেনের বসতঘরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ দিন পর মামলা করেছেন ক্ষতিগ্রস্ত ওই ব্যবসায়ী। প্রতিপক্ষ নুর হোসেনসহ ৫ জন ও অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে মঙ্গলবার মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করা হয়। অগ্নিকাণ্ডে ৩ লক্ষ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করেন ব্যবসায়ী দেলোয়ার হোসেন। বিচারক মামলাটি আমলে নিয়ে থানার অফিসার-ইন-চার্জকে এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দেন।

মামলার আর্জিতে বলা হয়, ২০-২৫ বছর ধরে ওই বসতঘরে বাদী বসবাস করে আসছেন। ওই জমি নিয়ে চাচাত মামার সাথে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে গত ২৬শে নভেম্বর গভীর রাতে আসামিরা কেরোসিন ঢেলে ঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় এলাকাবাসী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘরে থাকা ৩ লাখ ২০ হাজার টাকার মালামাল ভস্মীভূত হয়। মঠবাড়িয়া থানার অফিসার-ইন-চার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় আদালতের আদেশ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...