ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ায় নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

মঠবাড়িয়ায় নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

মঠবাড়িয়া প্রতিনিধি >

পিরোজপুরের মঠবাড়িয়ায় বেসরকারী উন্নয়ন সংস্থা স্টেপস্ টুয়ার্ডস্ ডেভেলপমেন্ট এর উদ্যোগে ও সুইস ডেভেলপমেন্ট এজেন্সি ফর কো-অপারেশন (এসডিসি) এর সহযোগিতায় অপরাজিতাদের নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ বুধবার সমাপ্ত হয়। এ প্রশিক্ষণে ১০টি ইউনিয়নের ষাট জন অপরাজিতা (নির্বাচিত নারী প্রতিনিধি, সাবেক প্রতিনিধি ও সম্ভাব্য প্রতিনিধি) অংশগ্রহণ করেন।mathbari-pic-2

স্টেপস্ সভা কক্ষে তিনটি ব্যাচ পর্যায় ক্রমে দু’দিন করে প্রশিক্ষণ বাস্তবায়ন করা হয়। এ প্রশিক্ষণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নিজেদের দায়িত্ব-কর্তব্য পালনের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অবদান রাখা ও জনগণের নিকট নিজেদের গ্রহণযোগ্যতা বৃদ্ধির মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটাতে সক্ষম হওয়া ও সিদ্ধান্ত বাস্তবায়নসহ রাজনৈতিক দলে নিজেদের সক্রিয়করণের লক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে সহায়কের দায়িত্ব পালন করেন স্টেপস্ আঞ্চলিক সমন্বয়কারী জীবন কৃষ্ণ সাওজাল, মাঠ সমন্বয়কারী ইসরাত জাহান মমতাজ ও স্থানীয় সহায়ক মো. মাসুদ প্রমূখ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...