ব্রেকিং নিউজ
Home - তৃণমূল সংলাপ - কাউখালীতে নিখোঁজের একদিন পর শিশু অধরার লাশ খাল থেকে উদ্ধার

কাউখালীতে নিখোঁজের একদিন পর শিশু অধরার লাশ খাল থেকে উদ্ধার

কাউখালী প্রতিনিধি >
পিরোজপুরের কাউখালীতে খালে পড়ে অধরা পাল নামে সাত বছর বয়সী একটি শিশু নিখোঁজ হওয়ার একদিন পর খাল থেকে ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার সকালে কাউখারীর কচুয়াকাঠী খালে ভাসমান অবস্থায় স্থানীয়রা শিশুটির লাশ উদ্ধার করে। পরে নিহত শিশুটির পরিবারের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশ বাড়িতে নিয়ে আসে। কাউখালী উপজেলার উজিয়ালখান গ্রামের পাল বাড়ি থেকে শনিবার দুপুরে শিশু অধরা পার্শ্ববর্তী খালে পড়েযায়। প্রবল জোয়ারের তোড়ে ভেসে শিশুটি নিখোঁজ হয়।
নিহত শিশু অধরা বাগেরহাটের মির্জাপুর গ্রামের দেবাশিষ পালের মেয়ে। কাউখালীর উজিয়ালখান গ্রামে দাদু সুধীর পালের বাড়িতে বেড়াতে এসে সে এ দুর্ঘটনার শিকার হয়।
নিখোঁজ শিশুটির পরিবার ও স্থানীয়দের সূত্রে জানাগেছে,শনিবার সকালে সাড়ে ১০টার দিকে শিশু অধরা বসতবাড়ির সম্মূখ খালের ঘাটে যায়। এসময় শিশু ঘাটে নামতে গিয়ে পা পিছলে খালে পড়ে যায়। খালের জোয়ারের প্রবল স্্েরাতে শিশুটি ভেসে যায়। পরে শিশুটির সন্ধান চালিয়েও শিশুটিকে আর পাওয়া যায়নি। এদিকে শিশুটির সন্ধানে এলাকায় মাইকিং করলে এলাকাবাসি শিশুটিকে উদ্ধারের’ চেষ্টা চালিয়ে আসছিল। আজ রবিবার সকালে কচুয়াকাঠী খালের সাহা বাড়ির সামনে কচুয়াকাঠী বেইলী ব্রীজের কাছে শিশুটির লাশ ভাসতে দেখে পরিবারকে খবর দেয়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শিশুর লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কাউখালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...