ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ায় লিটন হত্যা মামলায় আ’লীগ নেতা ও সাবেক কাউন্সিলর হেমায়েত উদ্দিন গ্রেফতার

মঠবাড়িয়ায় লিটন হত্যা মামলায় আ’লীগ নেতা ও সাবেক কাউন্সিলর হেমায়েত উদ্দিন গ্রেফতার

মঠবাড়িয়া প্রতিনিধি >

পিরোজপুরের মঠবাড়িয়ায় সম্প্রতি আ.লীগের বিবদমান দু্ই পক্ষে সংঘর্ষের ঘটনায় গুলিতে নিহত যুবলীগ নেতা ইলিয়াস হোসেন লিটন পন্ডিত হত্যা মামলার আসামি পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৩নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হেমায়েত উদ্দিনকে (৫০) পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে মিরপুর মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। মডেল থানা পুলিশ বৃহস্পতিবার মধ্যরাতে গ্রেফতারকৃত হেমায়েত উদ্দিনকে মঠবাড়িয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
গত ২৫ জুলাই বিকেলে বিবদমান দু্ই পক্ষের সংঘর্ষ চলাকালে পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ও ব্যবসায়ী ইলিয়াস হোসেন লিটন গুলিতে নিহত হন। এ ঘটনায় পরের দিন ২৬ জুলাই নিহতের ভাই জাকির হোসেন পন্ডিত বাদি হয়ে ১৫ জন এজাহার নামীয় ও অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মঠবাড়িয়া থানার অফিসার-ইন-চার্জ খন্দকার মোস্তাফিজুর রহমানেআ.রীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর হেমায়েত উদ্দিনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...