ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - জোয়ারের জলে ভাসে কলেজ

জোয়ারের জলে ভাসে কলেজ

দেবদাস মজুমদার >
খালে জোয়ার আসলেই জলে ভাসে কলেজ। জোয়ারের জল হুহু করে ঢুকে পড়ে শ্রেণী কক্ষে । অতি পুরানো টিনের কলেজ ভবনের মরচে পড়া ছোড়া খোড়া টিনের চাল দিয়ে বর্ষা মেসৈুমে পানি পড়ে। একদিকে জোয়ারের জল আর অন্য দিকে বর্ষার পানিতে শ্রেণী কক্ষ জলকাদায় একাকার । এমন দুর্ভোগের মধ্যেই তিন শতাধিক শিক্ষার্থীর পাঠদান চলছে।

পিরোজপুরের মঠবাড়িয়ার মিরুখালী কলেজের এমন দুর্ভোগ এখন নিত্য দিনের । শিক্ষক-শিক্ষার্থীরা অসহনীয় দুর্ভোগ পোহালেও দেখার যেন কেউ নেই।
কলেজ সূত্রে জানাগেছে, ২০০০ সালে প্রতিষ্ঠিত মিরুখালী কলেজ প্রতিষ্ঠিত হয। দীর্ঘ ১৬ বছরেও নির্মিত হয়নি কোন পাকা ভবন। বর্তমান বর্ষা মৌসুমে পার্শ্ববর্তী খালের জোয়ারের পানিতে জলমগ্ন হয়ে পড়ে পুরো কলেজ চত্বর। কলেজের পাশ্ববর্তী খালের পাড়ে বেরিবাধ না থাকার ফলে জোয়ারের জল প্রতিদিন শ্রেণী কক্ষেও প্রবেশ করে। আর বৃষ্টি নামলেই জ্বরাজীর্ণ টিনের চালা দিয়ে পড়া পানিতে ভিজে একাকার হয়ে যায় শিক্ষক, শিক্ষার্থী ও আসবাবপত্র ।
কলেজ প্রতিষ্ঠাকালীন টিনের একমাত্র ভবনটির এখন ভগ্নদশা চলছে। ঘূর্ণিঝড় সিডর, আইলা আর রোয়ানোর ঝড়ে তিনদফা কলেজ ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি টিনশেড ভবনে ১৬ টি শ্রেণী কক্ষের এ কলেজ ভবনে নির্বিঘœ পাঠদান কষ্টকর।
কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী সাথী আক্তার বলেন, আমাদের কলেজটি ভাল ফলাফলের জন্য উপজেলায় ব্যাপক সুনাম থাকলেও এ প্রতিষ্ঠানটিতে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। প্রতিদিন স্যাঁতস্যাঁতে শ্রেণীকক্ষে মনোযোগ দিয়ে লেখা পড়া করা সম্ভব না। আমাদের একটি পাকা কলেজ ভবন দরকার।

কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের প্রভাষক মো. আবদুল হক জানান, উপজেলার অন্য সকল কলেজের পাকা ভবন নির্মিত হলেও মিরুখালী কলেজে কোন পাকা ভবন হয়নি। পাকা ভবন নির্মাণ জরুরী ।

এ ব্যাপারে মিরুখালী কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা কামাল বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এত দুরাবস্থার মধ্যে পাঠদান করা কষ্টকর। প্রতিদিন কলেজের পাশ্ববর্তী খালের স্বাভাবিক জোয়ারে কলেজ জলমগ্ন হয়ে পড়ছে। কলেজের টিনশেড পুরানো ভবনের টিনের চালা দিয়ে পানি পড়ে । জলকাদায় পরিপূর্ণ হয়ে পড়ছে শ্রেণী কক্ষ। বহুবার উর্দ্ধতন কর্তপক্ষকে অবহিত করলেও কোন প্রতিকার মিলছেনা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মবর্তা এস.এম ফরিদ উদ্দিন বলেন, মিরুখালী কলেজ জোয়ারের পানিতে জলমগ্ন হয়ে পড়ার বিষয়ে এখনও কেউ অবহিত করেনি। কলেজটি পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...