ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মঠবাড়িয়ায় পৌর মেয়রের বাসায় হামলার মামলায় উপজেলা চেয়াম্যানসহ ২০ নেতাকর্মীর জামিন

মঠবাড়িয়ায় পৌর মেয়রের বাসায় হামলার মামলায় উপজেলা চেয়াম্যানসহ ২০ নেতাকর্মীর জামিন

মঠবাড়িয়া প্রতিনিধি > মঠবাড়িয়া পৌর মেয়র ও উপজেলা আ’লীগ সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌসের শহরের কাপড়িয়া পট্রির বাসভবনে হামলা, গাড়ি ভাংচুর ও হত্যা চেষ্টার মামলায় উপজেলা চেয়ারম্যনসহ ২০ নেতা কর্মীর জামিন লাভ করেছে। আজ সোমবার দুপুরে মামলার প্রধান আসামী উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় আ’লীগ নেতা আশরাফুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বেল্লাল হোসেনের আদালতে স্ব শরীরে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিজ্ঞ বিচারক ৫হাজার টাকার মুচলেকায় আসামীদের জামিন মঞ্জুর করেন।
জামিন প্রাপ্তরা হলেন, উপজেলা চেয়ারম্যানের ভাই ও আ’লীগ নেতা মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তাইজুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আরিফুর রহমান সিফাত এবং ওই মামলায় কারাগারে থাকা কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক মশিউর রহমান মর্তুজাসহ ২০ নেতাকর্মী।
উল্লেখ্য, গত ২৬ জুলাই পৌর মেয়র ও আ’লীগ সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস এর বাস ভবনে হামলা, গাড়ি ভাংচুর ও হত্যা চেষ্টার অভিযোগ এনে পৌর মেয়র ও উপজেলা আ’লীগ সভাপতির চাচাতো ভাই মো. রাসেল বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক মো. আশরাফুর রহমানকে প্রধান আসামী করে মামলা দায়ের করে। এছাড়া এজাহার ভুক্ত ২৮জন আ.লীগ ছাত্রলীগ নেতাকর্মী ও অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামী করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...