ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মঠবাড়িয়ায় পৌর মেয়রের বাসায় হামলার ঘটনায় উপজেলা চেয়ারম্যানসহ ৭৯ জনের নামে মামলা

মঠবাড়িয়ায় পৌর মেয়রের বাসায় হামলার ঘটনায় উপজেলা চেয়ারম্যানসহ ৭৯ জনের নামে মামলা

মঠবাড়িয়া প্রতিনিধি > মঠবাড়িয়ায় ছাত্রলীগের বিবদমান দুই পক্ষে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনার দিনে পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগ সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌসের শহরের কাপড়িয়া পট্রির বাসভবনে হামলা, মোটরসাইকেল ভাংচুর ও হত্যা চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। পৌর মেয়র ও উপজেলা আ’লীগ সভাপতির চাচাতো ভাই মো. রাসেল বাদি হয়ে এজাহারভুক্ত ২৯ ও অজ্ঞাত আরও ৪০/৫০ জনকে আসামী করে মঙ্গলবার দিবাাগত ভীর রাতে মামলাটি করেন। এ ঘটনায় পুলিশ মঠবাড়িয়া সরকারী কলেজ ছাত্রলীগ সাধারন সম্পাদক মোশিউর রহমান মর্তুজাকে গ্রেফতার করেছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে
মামলায় মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক মো. আশরাফুর রহমানকে প্রধান আসামী করা হয়েছে।
এছাড়া উপজেলা চেয়াম্যানের বড় ভাই আ’লীগ নেতা রিয়াজুল ইসলাম, উপজেলা আ’লীগের বন ও পরিবেশ সম্পাদক তাইজুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম রাজু, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আরিফুর রহমান সিফাত, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক মোশিউর রহমান মর্তুজাকেও মামলায় আসামী করা হয়েছে। মামলায় আরও ৪০/৫০জন অজ্ঞাত আসামী করা হয়। ।
মামলায় বাদি অভিযোগ আনেন, গত সোমবার সকালে স্থানীয় গুদিঘাটা বাজারে উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমানের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশে উপজেলা আ’লীগের যুব ও ক্রীড়া সম্পাদক নাজমুল আহসান টুকুকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এঘটনার নিন্দা ও প্রতিবাদ করলে উপজেলা চেয়ারম্যানের সমর্থক আসামীরা ক্ষিপ্ত হয়ে লাঠিসোটা, রামদা ও আগ্নেয়াস্ত্রসহ হত্যার উদ্দেশ্যে পৌর মেয়রের বাস ভবনে হামলা, ভাংচুর ও গুলি চালায়। এসময় প্রতিপক্ষের হামলায় মো. ফারুক মিয়া, সিদ্দিকুর রহমান, তৌহিদুল বাশার কবির, দিপু তালুকদার, পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস গুরতর রক্তাক্ত জখম হন। হামলার পর আসামীরা ১১টি মোটরসাইকেল ও আসবাবপত্র ভাংচুর করে । এতে প্রায় ২০ লাখ ২০ হাজার টাকার ক্ষতিসাধন করা হয়।

মামলার প্রধান আসামী উপজেলা চেয়াম্যান মো. আশরাফুর রহমান তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ উদ্দ্যেশ্যমূলক দাবি করে সাংবাদিকদের বলেন, পৌর মেয়র ও তার অনুসারীরা হামলা ও গুলি চালিয়ে যুবলীগ কর্মী লিটন প-িতকে হত্যা করেছে। এ ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার যারা সাক্ষী তাদের আসামী করে পাল্টা মামলা করা হাস্যকর বিষয় । তিনি দাবি করেন ঘটনার দিন আমি দিনভর জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান নিয়ে উপজেলা পরিষদে ব্যস্ত ছিলাম।

মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, মামলা দায়েরের পর এঘটনায় জড়িত মঠবাড়িয়া সরকারী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক মোশিউর রহমান মর্তুজাকে গ্রেফতার করে আজ বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য গত সোমবার দিনভর পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যানের সমর্থক বিবদমান ছাত্রলীগের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মঠবাড়িয়া পৌর সভার সাত নম্বর ওয়ার্ডের সাবেক যুবলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যানের সমর্থক ইলিয়াস হোসেন লিটন পন্ডিত গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এসময় আরও ৫জন গুলিবিদদ্ধসহ অন্তত ১০জন আহত হয়।
এঘটনায় নিহত যুবলীগ নেতার বড় ভাই জাকির হোসেন পন্ডিত বাদি হয়ে পৌর মেয়র ও উপজেলা আ’লীগ সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌসকে প্রধান আসামীকরে ১৫জন এবং অজ্ঞতনামা ৪০ জনের নামে রবিবার রাতে একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় পৌর মেয়রের ভাইসহ দুই আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

মঠবাড়িয়ায় যুবলীগ নেতা লিটন হত্যায় জড়িত সন্দেহে
আ’লীগ নেতা ও সাবেক কাউন্সিলর গ্রেফতার

> মঠবাড়িয়ায় পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যানের সমর্থক ছাত্রলীগের বিবদমান সংঘর্ষে গুলিতে নিহত যুবলীগ কর্মী লিটন পন্ডিত হত্যা মামলায় জড়িত সন্দেহে পুলিশ পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর আ’লীগ সহ-সম্পাদক মিজানুর রহমান মিজান(৪০)কে গ্রেফতার করেছে। বুধবার দুপুরে পৌর শহর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে ।
মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, গত সোমবার সন্ধ্যায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবলীগ নেতা লিটন হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে মিজান কমিশনারকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...