ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - টিকিকাটা ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন লাবুর বিরুদ্ধে ইউপি সচিবের মামলা

টিকিকাটা ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন লাবুর বিরুদ্ধে ইউপি সচিবের মামলা

মঠবাড়িয়া প্রতিনিধি > মঠবাড়িয়া উপজেলার ৬ নম্বর টিকিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্দে লাবু মৃধার বিরুদ্ধে সরকারী কাজে বাঁধা ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন মালামাল আত্মসাতের অভিযোগ উঠেছে । ইউনিয়ন পরিষদ সচিব আশুতোষ হালদার বাদী হয়ে অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে রবিবার রাতে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানাগেছে, উপজেলার ৬নম্বর টিকিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ লাবু গত বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদে এসে মামলার বাদী পরিষদের সচিব আশুতোষ হালদারকে অফিসে না আসার জন্য হুমকী দেন। এক পর্যায় এর প্রতিবাদ জানালে চেয়ারম্যান ইউপি সচিবকে খুন জখমের হুমকি দেন। পরিষদের সচিচের কক্ষের তালা খুলে একটি কম্পিউটার, চেয়ার-টেবিল ও মূল্যবান কাগজ-পত্রসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যান। এসময় পরিষদের বিভিন্ন আসবাবপত্র তছনছ করেন চেয়ারম্যান।
অপরদিকে এঘটনার কয়েকদিন আগে ইউনিয়ন পরিষদের মূল ফটকে চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ লাবু মৃধা তালা লাগিয়ে ইউপি কার্যালয় বন্ধ করে দেন। এতে গত কয়েকদিন ধরে পরিষদের কার্যক্রম ব্যহত হয়। এসব অভিযোগের প্রতিকার চেয়ে সংশিলষ্ট সচিব পিরোজপুর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দেন। পরে প্রশাসনের নির্দেশে ইউপি সচিব চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় মালা দায়ের করেন।

অভিযুক্ত চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ লাবু মুঠোফোনে তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে তাকে হয়রানীর জন্য এ মামলাটি করা হয়েছে বলে দাবি করেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান মামলার সত্যতা নিশ্চিত কওে বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত কওে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, প্রধম ধাপে মঠবাড়িয়ার টিকিকাটা ইউনিয়নর পরিষদের নির্বাচনে একটি ভোট কেন্দ্র গোলযোগের কারণে ওই ইউনিয়নের ফলাফল ঘোষণা ও গেজেট এখনও অসমাপ্ত রয়েছে। তবে নির্বাচনী ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম রিপন জমাদ্দার বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...