ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - তুষখালীতে জ্বালানী তেলের দোকানে অগ্নিকাণ্ড ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

তুষখালীতে জ্বালানী তেলের দোকানে অগ্নিকাণ্ড ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ার তুষখালী ইউনিয়ন বাজারে একটি জ্বালানী তেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে আশপাশ জুড়ে আগুনের ভয়বহতা ছড়িয়ে পড়ে ।
স্থানীয়দেরা জানান, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে তুষখালী বাসস্টাণ্ডের সন্নিকটে মেসার্স ফারসিনা এন্টারপ্রাইজ নামে একটি জ্বালানী তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় ওই প্রতিষ্ঠানটি তালাবদ্ধ ছিল । ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ আগুনের সূত্রপাত ঘটেছে। আগুনে জ্বালানী তেলের দোকানটি সম্পূর্ণ ভস্মিভূত হয়ে আগুন ছড়িয়ে পড়ছে । এতে তেলের দোকান,একটি ভাঙারী মালের গুদাম ও একটি রিকশা গ্যারেজসহ একটি বাসা বাড়ি ভস্মিভূত হয়। এতে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িরা দাবি করেছেন।
তুষখালী বন্দর ব্যবসায়ি সমিতির সাধারন সম্পাদক স্বাধীন শরীফ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে এ আগুনের সূত্রপাত ঘটেছে। এ সময় দোকানটি বন্ধ ছিল।
স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম না হওয়া পিরোজপুর, মঠবাড়িয়া ও ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয় । আগুন লাগার পরই হাজার হাজার জনতা সেখানে ভিড় করায় মঠবাড়িয়া-চরখালী সড়কে যানবাহন চলাচল বাঁধা গ্রস্ত হয়। ঘটনাস্থলের সম্মূখ সড়ক বন্ধ হয়ে পড়ায় বিপুল পরিবহন যানবাহন আটকা পড়ে জনদুর্ভোগের সৃষ্টি হয়।
ছবি > জামান আবির

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...