ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ায় বিধ্বস্ত গুদিঘাটা সেতু নির্মাণের দাবিতে এলাকাবাসির মানববন্ধন

মঠবাড়িয়ায় বিধ্বস্ত গুদিঘাটা সেতু নির্মাণের দাবিতে এলাকাবাসির মানববন্ধন

বিশেষ প্রতিনিধি > পিরোজপুরের মঠবাড়িয়া-পাথরঘাটা-চরখালী সড়কের মঠবাড়িয়া অংশের গুদিঘাটা বেইলী সেতু পাথর বোঝাই দুই ট্রাকসহ ভেঙে ১২ রুটে চলাচলে চরম দুর্ভোগে অতিষ্ট এলাকাবাসি বিধ্বস্ত সেতুটি পুন নির্মাণের দাবিতে মানবন্ধন ও সমাবেশ করেছে। আজ রবিবার নিরাপদ সড়ক চাই(নিসচা) নামে সামাজিক সংগঠনের উদ্যোগে শহরের শহীদ মিনার সম্মূখ সড়কে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে জনপ্রতিনিধি, শিক্ষক,ব্যবসায়ি, নিরাপদ সড়ক চাই সংগঠনের কর্মীসহ কয়েক শত এলাকাবাসি এ মানববন্ধনে অংশ নেন।
শেষে নিরাপদ সড়ক চাই(নিসচা) এর মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি মো. আরিফ-উল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, মঠবাড়িয়া নাগরিক কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মজিবুল হক মজনু, গুলিসাখালী ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো, সাংবাদিক মো. জিল্লুর রহমান, আ.লীগ নেতা ফজলুল হক মনি ও নিরাপদ সড়ক সংগঠনের সাধারণ সম্পাদক মীর মো. তারেক প্রমূখ।
বক্তারা আসন্ন ঈদের আগেই বিধ্বস্ত সেতুটি দ্রুত সংস্কারের দাবি জানিয়ে বলেন, সেতুর অভাবে সরাসরি ঢাকা-চট্টগ্রাম-রাজশাহী-খুলনা-বরিশালসহ দূরপাল্লার ১২টি রুটে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
উল্লেখ্য গত ১৫ জুন বুধবার ভোরে মঠবাড়িয়া-চরখালী সড়কের ৩৫ মিটার গুদিঘাটা বেইলী সেতু পাথর বোঝাই দুটি ট্রাক পাড় হওয়ার সময় সেতুটি ভেঙে দুই ট্রাকসহ খালে পড়ে যায়। এসময় একজন শ্রমিক নিহত হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...