ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মঠবাড়িয়ায় বৃদ্ধার লাশ উদ্ধার দুই বছরে একই পরিবারে তিন জনের আত্মহত্যা !

মঠবাড়িয়ায় বৃদ্ধার লাশ উদ্ধার দুই বছরে একই পরিবারে তিন জনের আত্মহত্যা !

মঠবাড়িয়ায় প্রতিনিধি > মঠবাড়িয়ায় পিয়ারা বেগম (৫৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার মিরুখালী ইউনিয়নের নাপিতখালী গ্রামে ওই বৃদ্ধার বসতঘর হতে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি শুক্রবার সন্ধ্যায় পারিবারিক কলহে অভিমান করে কীটনাশক পানে সে আত্মহত্যা করে।
মৃত ওই বৃদ্ধা উপজেলার মিরুখালী ইউনিয়নের নাপিতখালী গ্রামের মো. ফুল মিয়া হাওলাদারের স্ত্রী । সে ছয় সন্তানের জননী।
স্থানীয়দের সূত্রে জানাগেছে, শুক্রবার বিকালে ইফতারি তৈরীর আগে ওই বৃদ্ধার সাথে ছেলের বৌয়ের ঝগড়া বিবাদ হয়। এরপর অভিমান করে বৃদ্ধা পিয়ারা বেগম ঘরে রক্ষিত চালের পোকা দমনের ঔষধ পান করে। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সন্ধ্যার দিকে পরিবারের স্বজনরা আশংকাজনক অবস্থায় তাঁকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে স্থানীয় মিরুখালী বাজার এলাকায় তাঁর মুত্যৃ ঘটে। পরে নিহতর স্বজনরা লাশ নিয়ে বাড়িতে ফেরেন। পুলিশ খবর পেয়ে আজ শনিবার সকালে বসতঘর হতে তাঁর মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহত বৃদ্ধার পরিবারে এখন শোকের মাতম চলছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ময়না তদন্তের জন্য বৃদ্ধার লাশ আজ শনিবার পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
স্থানীয়দের সূত্রে জানাগেছে, পিয়ারা বেগমের এক মেয়ে ও এক ছেলে গত দুই বছর পূর্বে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এ নিয়ে ওই পরিবারে মা সহ তিন জনের আত্মহত্যার ঘটনা ঘটল। ২০১৪ পিয়ারা বেগমের ছোট ছেলে মাদ্রাসা ছাত্র মো. জালাল স্থানীয় দক্ষিণ মিরুখালী হাফেজী এতিমখানার মসজিদে গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করে পুলিশ। সে ওই মাদ্রাসার এতিমখানায় থেকে লেখা পড়া করছিল। তার মৃত্যুর কারন আজও উদঘাটন করা যায়নি।
অপরদিকে পিয়ারার ছোট মেয়ে এক সন্তানের জননী সালমা বেগম(২৮) ২০১৫ সালে উপজেলার ফুলঝুড়ি গ্রামে স্বামীর বসতঘর ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছিল পুলিশ। স্বামীর নির্যাতনে অতিষ্ট হয়ে সে আত্মহত্যা করেছিল বলে জানা গেছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...