ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে ঝড়ো বৃষ্টিতে ৪ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত,বজ্রাঘাতে ২ জন সহ ৪ জনের মৃত্যু

পিরোজপুরে ঝড়ো বৃষ্টিতে ৪ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত,বজ্রাঘাতে ২ জন সহ ৪ জনের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি > বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্মচাপের প্রভাবে পিরোজপুর জেলার ৬টি উপজেলায় গত ২৪ ঘন্টায় ঝড়ে ৪ শতাধিক বাড়িঘর বিধ্বস্ত, বিদ্যুৎ লাইন বিছিন্ন সহ অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। এসময় ঘর চাপা পড়ে এক কিশোর মারা গেছে। আহত হয়েছে ৭জন। স্বরূপকাঠি উপজেলার পুর্ব পাটকেলবাড়ি গ্রামে ঘরচাপা পরে সাব্বির হোসেন (১২) নামে এক স্কুলছাত্র মারা গেছে। এসময় ঝড়ের কবলে পড়ে সন্ধ্যা নদীতে নৌকা ডুবিতে দেলোয়ার হোসেন ঘরামী নামে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ঝড়ের সময় ঘরের উপর গাছচাপা পড়ে জিয়ানগর উপজেলার পত্তাশী ইউনিয়নে আল-আমিন ও নিলুফা সহ ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জিয়ানগরে শনিবার দুপুরের পর থেকে হঠাৎ এ ঝড় আঘাত হানে। ১৫ থেকে ২০ মিনিট স্থায়ী এ ঝড়ে শতাধিক কাচা ঘরবাড়ি বিধ্বস্ত হয় ও সড়কের উপর বিভিন্ন গাছপালা উপড়ে পড়লে বালিপাড়া- পিরোজপুর অভ্যন্তরীণ রুটে বাস চলাচল ঘন্টাখানেক বন্ধ থাকে। ঝড়ে পত্তাশী রহিম স্মৃতি দাখিল মাদ্রাসার টিনের চালা উড়ে যায়। এছাড়া ঝড়ে বিভিন্ন ফলের গাছ সহ কলা ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের সময় উপজেলার নিকটবর্তী চন্ডিপুর গ্রামের আল আমিন খান (৪২) নামের এক ব্যক্তি বজ্রপাতে নিহত হয়েছেন। জেলার বিভিন্ন উপজেলায় একাধিক বিদ্যুতের খুটি ভেঙ্গে ও বিদ্যুৎ লাইনের উপর গাছ পড়ে তার ছিড়ে গেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। এদিকে শনিবার রাতে নাজিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় ঝড়ে কাচা ঘরবাড়ি বিধ্বস্থ সহ প্রচুর গাছপালা উপড়ে পরেছে। উপজেলার কলারদোয়ানীয়া ইউনিয়নে রাতে ঝড়ে নষ্ট হওয়া ঘরের চাল ঠিক করতে যাওয়ায় হঠাৎ বজ্রপাতে সাফিয়া খাতুন নামে মধ্য কলারদোয়ানীয়া দাখিল মাদ্রাসার ১০ম শ্রেনীর ছাত্রী মৃত্যুবরন করে ও তার পিতা মো. ইব্রাহিম, মা মেরিনা বেগম এবং ছোট ভাই কামরুল ইসলাম আহত হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম বাহাদুর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন।
পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ জানান, শনিবার সকাল থেকে রাত অবধি নিন্মচাপের কারনে সৃষ্ট ঝড়ে জেলার ৬টি উপজেলায় ৪ শতাধিক কাচাঘরবাড়ি বিধ্বস্থ সহ প্রচুর গাছপালা উপড়ে পড়েছে। একাধিক বিদ্যুতের খুটি উপড়ে পরায় বিভিন্ন যায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...