ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মঠবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেধাবী মাদ্রাসা ছাত্রের মৃত্যু

মঠবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেধাবী মাদ্রাসা ছাত্রের মৃত্যু

মঠবাড়িয়া প্রতিনিধি > পিরোজপুরের মঠবাড়িয়ায় মো. জাকারিয়া হাওলাদার (২১) নামে এক মাদ্রাসা ছাত্র বিদ্যুৎস্পৃষ্ হয়ে নিহত হয়েছে । বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার বেতমোড় রাজপাড়া ইউনিয়নের দক্ষিণ বেতমোড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাদ্রাসা ছাত্র দক্ষিণ বেতমোড় গ্রামের মৃত সোবাহান হাওলাদারের ছেলে । সেস্থানীয় বেতমোড় আশ্রফুল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসায় বিএ (ফাজিল) শ্রেণীতে লেখা পড়া করছিল।
স্থানীয়দের সূত্রে জানাগেছে, মাদ্রাসা ছাত্র জাকারিয়ার ঘর থেকে প্রতিবেশী সৌদি প্রবাসি মো. শাহজাহান পঞ্চায়েত এর বসতঘরে বিদ্যুতের বিদ্যুতের সংযোগ নেয়। ওই বিদ্যুত সংযোগের বিল প্রতিমাসে পরিশোধের কথা থাকলেও প্রবাসি শাহজাহান পঞ্চায়েতের পরিবার তা পরিশোধ করছিলনা। এ নিয়ে বৃহস্পতিবার জাকারিয়ার মা মিনারা বেগমের সাথে প্রবাসি শাহজাহানের স্ত্রী হালিমা বেগমের ঝগড়া বিবাদ হয়। পরে জাকারিয়া ক্ষুব্দ হয়ে রাত ১০টার দিকে প্রতিবেশী প্রবাসি শাহাজানের ঘরে দেওয়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় তার আপন ভাগ্নে বাবু হাওলাদা (১৭) তাকে উদ্ধার করতে গেলে সে আহত হয়। গুরুতর অবস্থায় জাকারিয়াকে ও তার ভাগ্নে বাবুকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক জাকারিয়াকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় পরিবারে শোকের মাতম চলছে।
এ ব্যাপারে বেতমোড় ্ইউপি চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন জানান, প্রতিবেশীকে দেওয়া বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মাদ্র॥াসা ছাত্র জাকারিয়া নিহত হয়েছে। মেধাবী ছাত্র জাকারিয়া পরিবারের একমাত্র ছেলে সন্তান। সে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছিল। সম্ভাবনাময় জাকারিয়ার মৃত্যুতে গ্রামে শোকের ছাঁয়া নেমে এসেছে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...