ব্রেকিং নিউজ
Home - অপরাধ - ভাণ্ডারিয়ায় মাদ্রাসা ছাত্রীর বাল্য বিয়ে পণ্ড > বরের কারাদণ্ড , কাজি ও ঘটকের জরিমানা

ভাণ্ডারিয়ায় মাদ্রাসা ছাত্রীর বাল্য বিয়ে পণ্ড > বরের কারাদণ্ড , কাজি ও ঘটকের জরিমানা

ভাণ্ডারিয়া প্রতিনিধি > অষ্টম শ্রেণী পড়ুয়া মাদ্রাসা ছাত্রীকে বাল্য বিয়ের আয়োজন করায় পিরোজপুরের ভা-ারিয়ায় আব্দুর রব শেখ রবি নামে বিয়ের বরকে ২০ দিনের কারাদণ্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে বিয়ের ঘটক মো. ইউসুফ আলীকে ও বিয়ের কাজি মো. রফিকুল ইসলামকে এক হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়ে আদালত। ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মোহাম্মদ রুহুদ কুদ্দস মঙ্গলবার রাত নয়টার দিকে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্য বিয়ে পণ্ড করে দিয়ে ব্রাম্যমান আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন।
ভূক্তভোগি মাদ্রাসা ছাত্রী ভাণ্ডারিয়া উত্তর ধাওয়া কাসেমিয়া আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণীতে লেখা পড়া করছে।
দণ্ডিত বিয়ের বর আব্দুর রব উপজেলার পার্শ্ববর্তী নাজিরপুর উপজেলার সয়না রঘুনাথপুর গ্রামের মো. আলফাজ শেখের ছেলে। তাকে কারাগারে পাঠানো হয়েছে ।
স্থানীয় সূত্রে জানাগেছে, ভাণ্ডারিয়ার নদমুলা শিয়ালকাঠী গ্রামের আলমগীর গাজীর মেয়ে স্থানীয় উত্তর ধাওয়া কাসেমিয়া আলিম মাদ্রাসার অষ্টম শ্রেনীর ছাত্রীর(১৩) সাথে মঙ্গলবার রাতে পাশ্ববর্তী উপজেলা নাজিপুর সয়না রগুনাথপুর গ্রামের মো. আলফাজ শেখের ছেলে বর মো. আবদুর রব শেখের বিয়ে ঠিক করা হয়। রাতে কনে পক্ষের বাড়িতে বর যাত্রীরা উপস্থিত হলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল ও ইউএনও মোহাম্মদ রুহুল কুদ্দুস বিয়ে বাড়িতে উপস্থি হয়ে বার‌্য বিয়ে পণ্ড করে দেন। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রুহুল কুদ্দুস ভ্রাম্যমান আদালত বসিয়ে বিয়ের কাজী মো. রফিকুল ইসলামকে ও বিয়ের ঘটক মো. ইউসুফ আলীকে জিজ্ঞাসাবাদ করলে উভয় দোষ স্বীকার করে ক্ষমা চাইলে আদালত বিচারক উবয়কে এক হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।
অপরদিকে বাল্য বিয়ের বর আবদুর রব শেখকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয় ভ্রাম্যমান আদালত ।
ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল বলেন, ওই মাদ্রাসা ছাত্রীর বাল্য বিয়ে পণ্ড করে দিয়ে বিয়ের বর, ঘটক ও কাজিকে দণ্ডাদেশ দেওয়া হয়েছে। ওই মাদ্রাসা ছাত্রীর যাতে লেখা পড়া যাতে বাঁধাগ্রস্ত না হয় তার উদ্যোগও নেওয়া হবে। ভাণ্ডারিয়াকে বাল্য বিয়ে মুক্ত করতে উপজেলা প্রশাসন কার্যকর উদ্যোগ নিচ্ছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...