ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মঠবাড়িয়ে ৪১ সদস্যবিশিষ্ট নাগরিক কমিটি গঠন

মঠবাড়িয়ে ৪১ সদস্যবিশিষ্ট নাগরিক কমিটি গঠন

মঠবাড়িয়া প্রতিবেদক : পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কটি মহাসড়কে উন্নীতকরণ ও মঠবাড়িয়া পৌর শহরের নানাবিধ নাগরিক সমস্যা,যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণের দাবিতে উপজেলা নাগরিক কমিটির সভা রোববার সকালে স্থানীয় ডাকবাংলোয় অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধকালীন ইয়ং অফিসার মজিবুল হক খান মজনুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিআরডিবির চেয়ারম্যান আরিফ-উল-হক, উপজলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, শিক্ষক নেতা মোস্তফা জামান খান, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষক নূর হোসাইন মোল্লা ও অ্যাডভোকেট মজিবর রহমান মুন্সী প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে স্থানীয় সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী, পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান সাদিকুর রহমান, ডা. এম নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন ও বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলালকে উপদেষ্টা এবং মুক্তিযোদ্ধা মজিবুল হক মজনুকে আহবায়ক, সুভাষ মজুমদারকে যুগ্ম আহবায়ক এবং অবসরপ্রাপ্ত শিক্ষক নূর হোসাইন মোল্লাকে সদস্য সচিব করে ৪১ সদস্যবিশিষ্ট মঠবাড়িয়া উপজেলা নাগরিক কমিটি গঠন করা হয়।
উল্লিখিত সমস্যা ছাড়াও সভায় মঠবাড়িয়ায় বিশুদ্ধ খাবার পানি, ফুটপাত দখলমুক্ত করা, পাবলিক টয়লেট সমস্যা সমাধানে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...