ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - বলেশ্বর নদে ৯ হাজার মিটার অবৈধ জাল জব্দ দুই জেলেকে জরিমানা

বলেশ্বর নদে ৯ হাজার মিটার অবৈধ জাল জব্দ দুই জেলেকে জরিমানা

মঠবাড়িয়া প্রতিনিধি > মঠবাড়িয়ার বলেশ্বর নদে উপজেলা মৎস্য অফিস ও কোষ্ট গার্ড যৌথ অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে ৯ হাজার মিটার অবৈধ বাঁধা জাল জব্দ করেছে। এসময় দুই জেলেকে ভ্রাম্যমান আদালত জরিমানা করেছে।
আজ বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বলেশ্বর নদে উপজেলা মৎস্য অফিস.কোষ্ট গার্ড ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৯ হাজার মিটার অবৈধ বাঁধা জাল জব্দ করে। এসময় পোনা মাছ নিধনের অপরাধে উপজেলার জানখালী গ্রামের জেলে জুলফিকার আলী ও জাহাঙ্গীর খানকে আটক করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম ফরিদ উদ্দিন ভ্রাম্যমান আদালতে অভিযুক্ত দুই জেলের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন ।
উপজেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন জানান, জব্দকৃত ৯ হাজার মিটার জাল বলেশ্বর নদের তীরে পুড়িয়ে বিনস্ট করা হয় ।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...