ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়া ও ভাণ্ডারিয়ায় ডাকাতি ১০ লাখ টাকার মালামাল লুট

মঠবাড়িয়া ও ভাণ্ডারিয়ায় ডাকাতি ১০ লাখ টাকার মালামাল লুট

আজকের মঠবাড়িয়া ডেস্ক > মঠবাড়িয়া ও ভণ্ডারিয়ায় মঙ্গলবার দিবাগত রাতে ডাকাতি সংঘটিত হয়েছে। এ ুদটি ডাকাতির ঘটনায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ আনুমানিক ১০ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে ডাকাতদল।
মঠবাড়িয়ার বলেশ্বর নদ তীরবর্তী সাপলেজা ইউনিয়নের বাবুরহাট বাজারে মঙ্গলবার দিবাগত রাতে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতদল নগদ টাকাসহ আুমানিক চার লাখ টাকার মালামাল লুটে নেয়। এসময় ডাকাতদলকে প্রতিরোধের চেষ্টা চালাতে গিয়ে ডাকাতের হামলায় ৩ জন গুরুতর আহত হন। আহতরা হলেন ব্যবসায়িরা হলেন,নূরুল আমীন শামীম (২৬), মাছুদ (২৫) ও আল-মামুন (২২)। আহতদের মঠবাড়িয়া উপজেলা স্বা¯্য’্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছেন।
হাসপাতাল ও স্থানীয় ষূত্রে জানাগেছে, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ৬/৭ জনের সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতদল দল স্থানীয় বাবুরহাটের পাহারাদারদের জিম্মি করে । পরে ডাকাতদল লিজা মেডিকেল হলের শাটারের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে বিকাশ এজেন্ট শামিম, স্মার্ট সোলার ব্যবসায়ী মাছুদ এবং বিকাশ ও কাপড় ব্যবসায়ি আল-মামুনের ওপর হামরা চালায়। ওই ব্যবসায়িদের কুপিয়ে জখম করে নগদর্ ৪ লাখ ১০ হাজার টাকা লুটে পালিয়ে যায়।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান জানান,ঘটনাটি ডাকাতি না দস্যুতা তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে ভাণ্ডারিয়া পৌর শহরের ছোট কানুয়া মহল্লার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো. আব্দুল জলিল সরদারের ঘরে মঙ্গলবার দিবাগত গভীর রাতে ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় সশস্ত্র ডাকাতদল পরিবারের সবাইকে বেঁধে অস্ত্রের মুখে স্বর্ণালংকার নগদ টাকাসহ আনুমানিক ছয় লাখ টাকার মালামাল লুটে নেয়।
গৃহকর্তা জানান,মঙ্গলবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে ১৫/১৬ জনের সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতদল গৃহকর্তা জলিল সরদারের বসতঘরের গ্লাস ও গ্রীল ভেঙ্গে প্রবেশ করে। ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত ও পা বেঁধে ঘরের আলমিরা ভেঙ্গে ১৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১৮হাজার টাকা , দুইটি ডিজিটাল ক্যামেরা ও অন্যান্য মালামাল লুটে নেয়। এসময় ডাকাতদল গৃহকর্তার জমির কাগজপত্র তছনছ করে। এরপর ডাকাতদল পটকা ফুটিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় গৃহকর্তা বাদি হয়ে ভা-ারিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...