ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - তুষখালী লঞ্চঘাটের ৬টি দোকান ভাংচুর, লুটপাটের অভিযোগ

তুষখালী লঞ্চঘাটের ৬টি দোকান ভাংচুর, লুটপাটের অভিযোগ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উদয়তারা বুড়িরচর গ্রামের তুষখালী লঞ্চঘাটের ৬টি দোকান বৃহস্পতিবার দুপুরে ভাংচুর করেছে প্রতিপক্ষরা। এসময় ঘন্টাব্যাপী তান্ডব চালিয়ে মালামাল লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মনির তালুকদারের খাবার হোটেল, টুকু তালুকদারের ভাঙ্গাড়ির দোকান, মিজান তালুকদারের মুদি দোকান, বাদল তালুকদারের মুদি দোকান, মঞ্জু তালুকদারের মুদি দোকান, সালামের খাবার হোটেল ভাংচুর করে নদীতে ফেলে দেয়া হয়েছে।

মনির তালুকদার অভিযোগ করে বলেন, আমার বাবা মরহুম আঃ জব্বার তালুকদার ২নং ধানী সাফা ইউনিয়নের সনামধন্য চেয়ারম্যান ছিলেন। আমি গত ২২ মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ধানীসাফা ইউনিয়নের ৪নং ওয়ার্ড উদয়তারা বুড়িরচর এলাকা থেকে নির্বাচন করি। আমার প্রতিপক্ষ ইদ্রিস তালুকদার নির্বাচনে অংশ গ্রহন করে বিজয়ী হন। তুষখারী লঞ্চঘাট এলাকায় আমি প্রায় পনের বছর ধরে দোকান তুলে ব্যবসা করে আসছি। নির্বাচনী জের ধরে ইদ্রিস তালুকাদার, তার দুই পুত্র রুমান তালুকদার, রাজীব তালুকদারের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল বৃহস্পতিবার আমার দোকানসহ ৬টি দোকান ঘর ভাংচুর করে প্রায় পনের লাখ টাকার মালামালের ক্ষতি করে।

দোকান ভাংচুরের অভিযোগ অস্বীকার করে ইদ্রিস তালুকদার জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকান তুলে অবস্থান করায় এলাকাবাসী দোকান ভাংচুর করে উচ্ছেদ করে দিয়েছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

x

Check Also

পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন আটক

পিরোজপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনকে আটক করেছে ...