ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মঠবাড়িয়ায় র‌্যাবের অভিযানে চারটি হরিণের চামড়াসহ এক পাচারকারী গ্রেফতার

মঠবাড়িয়ায় র‌্যাবের অভিযানে চারটি হরিণের চামড়াসহ এক পাচারকারী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি > মঠবাড়িয়ায় র‌্যাব-৮ এর একটি টহলদল গোপনে সংবাদে অভিযান চালিয়ে চারটি হরিণের চামড়াসহ মোঃ আল আমিন হাওলাদার জুয়েল(২৮) নামে এক বন্যপ্রাণী পাচারকারীকে আটক করেছে। আজ মঙ্গলবার মঠবাড়িয়ার তুষখালী ইউনিয়নের বান্দাকাটা বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই পাচারকার কে আটক করে। এসময় তার সঙ্গে বহনকৃত একটি কাপড়রের ব্যাগের ভেতর চারটি হরিণের চামড়া জব্দ করে র‌্যাব। গ্রেফতারকৃত আল আমিন বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ছহেরাবাদ গ্রামের মো. আনছার উদ্দিন হাওলাদারের ছেলে।
র‌্যাব-৮ বরিশাল সূত্রে জানাগেছে, বরিশাল র‌্যাবের সিপিএসসি এর একটি বিশেষ টহল দল আজ মঙ্গলবার বিকাল চারটার দিকে মঠবাড়িয়া এলাকায় টহল ডিউটি করাকালীন গোপনে সংবাদ পেয়ে উপজেলার বান্দাকাটা বাজারের কাছে বাদল চন্দ্র রায়ের বাড়ির সম্মূখ পাকা সড়কে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারী আল আমিন পালানোর চেষ্টা করে। এসময় র‌্যাব সদস্যরা তাকে ধাওয়া করে আটক করে। পরে তাকে তল্লাশী চালিয়ে একটি কাপড়ের ব্যাগের মধ্যে রক্ষিত চারটি হরিণের চামড়া উদ্ধার করে র‌্যাব।
র‌্যাব জানায়, উদ্ধারকৃত হরিণের চামড়াগুলো প্রায় বিলুপ্ত প্রজাতির হরিণের। গ্রেফতারকৃত আল আমিন ম্যানগ্রোভ সুন্দরবন থেকে হরিণের চামড়া অধিক মূল্যে দেশের বাহিরে পাচার করে আসছিল। এ ঘটনায় বরিশাল র‌্যাবের পক্ষ হতে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃত পাচারকারীকে বরিশাল র‌্যাব কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে আজ রাত সাড়ে আটটা পর্যন্ত আটকৃত পাচারকারীকে মঠবাড়িয়া থানায় সোপর্দ করা হয়নি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...