ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - শিক্ষক গ্রেফতারের প্রতিবাদ > মিরুখালীতে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসির মানববন্ধন

শিক্ষক গ্রেফতারের প্রতিবাদ > মিরুখালীতে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসির মানববন্ধন

মঠবাড়িয়া প্রতিনিধি > মামলা দিয়ে মাদ্রসা শিক্ষককে হয়রাণি ও গ্রেফতারের প্রতিবাদে মঠবাড়িয়ার মিরুখালী মিরুখালী ইউনিয়নের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী ও এলাকাবাসি আজ শনিবার দুপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। স্থানীয় হারজী নলবুনিয়া দাখিল মাদ্রসারমাদ্রাসা সুপার মো. নুর ইসলামের(৫৫) বিরুদ্ধে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠানোর প্রতিবাদে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
স্থানীয় মিরুখালী বন্দরের প্রধান সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে মিরুখালী স্কুল এন্ড কলেজ, বঙ্গবন্ধু শেখ ফজিলাতুন্নেসা সিনিয়র ফাজিল মাদ্রাসা, নুর-আলা নুর ইসলামীয়া দাখিল মাদ্রাসা, ছোট হারজী সিনিয়র মাদ্রাসা, দেবীপুর সিনিয়র মাদ্রাসা ও খায়ের ঘটিচোরা দাখিল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সহস্রাধিক এলাকাবাসী অংশগ্রহন নেন।
মানববন্ধন শেষে মিরুখালী স্কুল এন্ড কলেজের সম্মূখ চত্বরে অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, মাদ্রাসা শিক্ষক আব্দুর রহমান, রুহুল আমীন, আব্দুর রব, শিক্ষক রোকনুজ্জামান শরীফ প্রমুখ। এসময় বক্তারা অসুস্থ ওই শিক্ষককে অবিলম্বে নিঃশর্ত মুক্তি না দিলে লাগাতার কর্মসূচির ঘোষণা দেন।
উল্লেখ্য, গত রবিবার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় প্রতিপক্ষ কালু কাজি একটি মামলায় হারজী নলবুনিয়া দাখিল মাদ্রাসার সুপার নূর ইসলাম পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠায় ।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে স্থানীয় কালু কাজি নামে মাদ্রাসার এক অভিভাবক তার ছেলের সাথে অনৈতিক কাজের অভিযোগ এনে মামলা দায়ের করলে তাকে গ্রেফতার করা হয় ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...