ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মঠবাড়িয়ায় ঝড় ও ভারী বর্ষণ > ভগীরথপুরে কলেজ বিধ্বস্ত

মঠবাড়িয়ায় ঝড় ও ভারী বর্ষণ > ভগীরথপুরে কলেজ বিধ্বস্ত

মঠবাড়িয়া প্রতিনিধি > মঠবাড়িয়ায় বৃহস্পতিবার দুপুরে ঝড় ও ভারী বর্ষণ হয়েছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আধা ঘন্টাব্যাপী প্রবল ঝড়ের সাথে ভারী বর্ষণ হয়। এতে উপজেলার মিরুখালী ইউনিয়নে ভগীরথপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের টিনশেড ভবন সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া আশপাশের কয়েকটি গ্রামের ১০/১৫টি কাঁচা ঘর বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। হঠাৎ ঝড় ও বৃষ্টিতে এলাকার মৌসুমী ফসলের ক্ষতি হয়েছে। ঝড় ও ভারী বষর্ণে উপজেলার বিদ্যুত বিতরণ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে।
মঠবাড়িয়ার ভগীরথপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসেন জানান, প্রবল ঝড়ে কলেজের টিন শেড ভবনটি সম্পূর্ণ উড়ে গেছে। এসময় ৬টি শ্রেণী কক্ষ, অধ্যক্ষ,প্রশাসনিক ও শিক্ষক মিলনায়তন কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া কলেজের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবের ৯টি কম্পিউটারসহ আনুসঙ্গীক যন্ত্রপাতি নষ্ট হয়েছে। আসবাবপত্রও বিনস্ট হয়।
কলেজ সূত্রে জানাগেছে, ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরে কলেজ ভবনটি সম্পূর্ণ বিধ্বস্ত হলে ত্রাণ ও পূণর্বাসন দপ্তর ওই সময় দুই লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিলে কলেজের টিন শেড ভবনটি নির্মাণ করা হয়। কলেজ ভবন ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় নিয়মিত পাঠদান অনিশ্চিত হয়ে পড়েছে।
মঠবাড়িয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফাইজুল ইসলাম ঘটসাস্থল পরিদর্ণ করে জানান, কলেজ ভবনটি জরুরী মেরামতের জন্য উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...