ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় বিএনপি’র ১০ চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন আ.লীগ প্রার্থীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে হুমকীর অভিযোগ

মঠবাড়িয়ায় বিএনপি’র ১০ চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন আ.লীগ প্রার্থীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে হুমকীর অভিযোগ

মঠবাড়িয়া প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মঠবাড়িয়ার ১০ ইউনিয়নে বি.এন.পি দলীয় প্রার্থী ও সাম্ভাব্য এজেন্টদের দেশ ত্যাগে হুমকি, দেশীয় অস্ত্রের মহড়া, প্রচারণর মাইক ভাংচুর, কর্মীদের মারধরের মাধ্যমে নির্বাচনী প্রচারে বাঁধা প্রদানের উঠেছে । আ.লীগের প্রার্থী ও কর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ এনে আজ বুধবার বিএনপির ১০ চেয়ারম্যান প্রার্থী সংবাদ সম্মেলন করেন। উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির নেতারা ও ১০ ইউনিয়নের বি.এন.পি চেয়ারম্যান প্রার্থী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে উপজেলা বি.এন.পির সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলাল লিখিত বক্তব্যে অভিযোগ করেন, ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে মঠবাড়িয়ার ১০ ইউনিয়নের আওয়ামীলীগ প্রার্থীর কর্মী ও সমর্থকরা অব্যাহতভাবে বি.এন.পি দলীয় প্রার্থীর কর্মীদের মারধর, মাইক ভাংচুর, সম্ভাব্য এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে দেশ ত্যাগ ও প্রাণ নাশের হুমকিসহ দেশীয় অস্ত্রের মহড়া চালিয়ে নির্বাচনে ভীতিকর অবস্থার সৃষ্টি করেছে । ফলে আ.লীগ প্রার্থী কর্মীদের হামলার পর মিথ্যা মামলা ও প্রাণ নাশের ভয়ে ধানের শীষ প্রতীকের কর্মীরা প্রচারনা চালাতে না পেরে ঘরে অবরুদ্ধ হয়ে পড়েছে। আ.লীগ কর্মীরা বড়মাছুয়া বি.এন.পি অফিস ভাংচুর করে তালা ঝুলিয়ে বিএনপি প্রার্থী মীর মনির উদ্দিন ছগিরকে নির্বাচনের আগেই সরাসরি দেশ ত্যাগের হুমকি দিয়েছে।
সংবাদ সম্মেলনে পৌর বি.এন.পির সভাপতি কে.এম হুমায়ূন কবির, চেয়ারম্যান প্রার্থী মো. ছগির হোসেন, এস. এম মনিরুজ্জামান, কামরুল আহসান খোকন, মিজানুর রহমান, শফিকুল ইসলাম হামিম মৃধা, এস.এম ফেরদৌস রুম্মান, তোতাম্বর হোসেন, জাহাঙ্গীর হোসেন সেলিম, তরিকুল ইসলাম মধু ও মীর মনির উদ্দিন ছগির উপস্থিত ছিলেন।
বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা আ.লীগ প্রার্থীর কর্মী ও সমর্থকদের অব্যহত হামলা হুমকীর প্রতিবাদ জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...