ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - পিরোজপুরে এলজিএসপি-২ বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে এলজিএসপি-২ বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুর সংবাদদাতা > প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতায়ন ও উন্নয়ন, প্রশাসনে কার্যকর অংশগ্রহন নিশ্চিত করন বিষয়ক এক কর্মশালা মঙ্গলবার পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ উদ্যোগে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ঈদতাজুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মানিকহার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহরাব হোসেন, সাংবাদিক মো. মুনিরুজ্জামান নাসিম, গৌতম চৌধুরী, প্রেসক্লাব সম্পাদক রেজাউল ইসলাম শামীম, এ.কে আজাদ, এস.এম. পারভেজ, ইউপি চেয়ারম্যান স্বপন মল্লিক, চাঁন মিয়া মাঝি প্রমুখ।
কর্মশালায় নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব প্রদান, পর্যাপ্ত ক্ষমতা ও আর্থিক স্বাধীনতা প্রদান, সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে পরিকল্পনা গ্রহন ও তা বাস্তবায়নের সকল পর্যায়ে জন অংশগ্রহন নিশ্চিত করতে বিভিন্ন সুপারীশমালা তুলে ধরা হয়। উল্লেখ্য গত ২০১১ সালথেকে জন অংশগ্রহনমূলক ওই সব কার্যক্রম স্থানীয় সরকার বিভাগ ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে দ্বিতীয় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-২) বাস্তবায়িত করা হচ্ছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...