ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - পিরোজপুরের ৪০ ইউনিয়নে ২০৯ চেয়ারম্যান প্রার্থীর তালিকা

পিরোজপুরের ৪০ ইউনিয়নে ২০৯ চেয়ারম্যান প্রার্থীর তালিকা

পিরোজপুর সংবাদদাতা > আগামী ২২ মার্চ অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুর জেলার ৭টি উপজেলার ৪০ টি ইউনিয়নে বিভিন্ন দলের সমর্থিত, স্বতন্ত্র এবং আওয়ামীলীগের একাধিক বিদ্রোহী প্রার্থী সহ মোট ২শত ৯ জন চেয়ারম্যান পদে প্রতিদন্দ্বিতা করছেন। সংরক্ষিত মহিলা আসনে ৫ শত ১৭ জন এবং সাধারন আসনে ১ হাজার ৫ শত ২ জন প্রার্থী প্রতিদন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত প্রতিদন্দ্বি প্রার্থী ৭৯ জন।
পিরোজপুর সদর উপজেলার > ২নং কদমতলা ইউনিয়ন আওয়ামীলীগ মোঃ হানিফ খান, বি এন পি সেখ আব্দুস ছালাম। ৩নং কলাখালী- আওয়ামীলীগ মো: দিদারুজ্জামান হাওলাদার বিএনপি- কাজী আসাদুজ্জামান রঞ্জু। ৫নং টোনা ইউপি- আওয়ামীলীগ হেমায়েত হোসেন তালুকদার, বিএনপি- আবুল কালাম আঃ মান্নান। ৬নং শারিকতলা-ডুমরিতলা ইউপি- আওয়ামীলীগ- জি এম ফিরোজ রব্বানী, বিএনপি-মোঃমোস্তফা কামাল ফকির।

জিয়ানগর উপজেলা > বালিপাড়া ইউপি আওয়ামীলীগ – মোঃ কবির হোসেন, বিএনপি-মোঃ সবিন কবির খান।

কাউখালী উপজেলা > ১নং সয়না রঘুনাথপুর ইউপি- আওয়ামীলীগ কাজী রফিকুল ইসলাম, বিএনপি-মোঃ নুরুল ইসলাম খান। ২নং আমড়াঝুড়ি ইউপি আওয়ামীলীগ- ভানু প্রতাপ, বিএনপি-মোঃ আব্দুল আলীম। ৩নং কাউখালী ইউপি আওয়ামীলীগ-মোঃ আমিনুর রশিদ মিল্টন, বিএনপি-মোঃ বদরুদ্দোজা মিয়া। চিরাপাড়া-পারসাতুরিয়া আওয়ামীলীগ-মোঃ মাহামুদ খান খোকন, বিএনপি-রেজাউল করিম নিরব। শিয়ালকাঠী ইউপি আওয়ামীলীগ- জাকির হোসেন তালুকদার, বিএনপি-মুহম্মদ মহসিন।

মঠবাড়িয়া উপজেলা > ১নং তুষখালী ইউপি আওয়ামীলীগ-মোঃ শাহজাহান হাওলাদার, বিএনপি-মোঃ ছগির মিয়া। ২নং ধানী শাফা ইউপি আওয়ামীলীগ- মো: হারুন অর রশিদ, বিএনপি- এস এম মনিরুজ্জামান। ৩নং মিরুখালী ইউপি আওয়ামীলীগ- আব্দুস সোবহান শরীফ, বিএনপি-মোঃ কামরুল আহসান খোকন। ৪নং দাউদখালী ইউপি আওয়ামীলীগ-মোঃ ফজলুল হক খান,বিএনপি-মোঃ মিজানুর রহমান। ৬নং টিকিকাটা ইউপি আওয়ামীলীগ-মোঃ রফিকুল ইসলাম রিপন, বিএনপি-মো: শফিকুল ইসলাম। বেতমোর-রাজপাড়া ইউপি আওয়ামীলীগ-মোঃ দেলোয়ারহোসেন আকন, বিএনপির- এস.এম ফেরদৌস রুম্মান। আমড়াগাছিয়া ইউপি আওয়ামীলীগ-মো: সুলতান মিয়া, বিএনপি-মো:তোতাম্বর হোসেন। সাপলেজা ইউপি আওয়ামীলীগ মো: মিরাজ মিয়া, বিএনপি-মো: জাহাঙ্গির হোসেন সেলিম জমাদ্দার। হলতা গুলিশাখালী ইউপি আওয়ামীলীগ- রিয়াজুল আলম ঝনো, বিএনপির- মোঃ তরিকুল ইসলাম। বড়মাছুয়া ইউপি আওয়ামীলীগ-মোঃ নাছির হাওলাদার, বিএনপির- সগীর হোসেন মীর।

স্বরূপকাঠি উপজেলা > বলদিয়া ইউপি আওয়ামীলীগ-মো: সাইদুর রহমান, বিএনপি-মো: শাহীন আহম্মেদ।সোহাগদল ইউপি আওয়ামীলীগ-মো: আব্দুর রশিদ মিয়া, বিএনপি- হুমায়ুন কবির। স্বরুপকাঠী ইউপি আওয়ামীলীগ-মো: আল আমিন, বিএনপি-মো: নাছির উদ্দিন। আটঘর-কুড়িয়ানা ইউপি আওয়ামীলীগ-শেখর কুমার শিকদার, বিএনপি-মো: জাকির হোসেন। জলাবাড়ী ইউপি আওয়ামীলীগ- আশিষ কুমার বড়াল, বিএনপি-মো:মেহেদী সরোয়ার। দৈহারী ইউপি আওয়ামীলীগ- প্রগতি মন্ডল, বিএনপি-মো: নজরুল ইসলাম। গুয়ারেখা ইউপি আওয়ামীলীগ-সুব্রত কুমার ঠাকুর, বিএনপি- জাকির হোসেন। সমুদয়কাঠী ইউপি আওয়ামীলীগ- মাহামুদ করিম সবুর, বিএনপি-মো: আব্দুল মজিদ খান। সুটিয়াকাঠী ইউপি আওয়ামীলীগ-মো: গাউছ মিয়া তালুকদার, বিএনপি-মো: আতিকুল ইসলাম। সারেংকাঠী ইউপি আওয়ামীলীগ-মো: নজরুল ইসলাম, বিএনপি-গোলাম মোস্তফা সরদার।

নাজিরপুর উপজেলা > মালিখালী ইউপি আওয়ামীলীগ সুমন মন্ডল মিঠু, বিএনপি-মোঃ মামুন সেখ। ৬নং নাজিরপুর ইউপি আওয়ামীলীগ-মো: মোশারেফ হোসেন খান, বিএনপি- এস এম আসাদুজ্জামান। শাখারীকাঠী ইউপি আওয়ামীলীগ- মোঃ আক্তারুজ্জামান গাউছ, বিএনপি-মোঃ জাকিরহোসেন খান। সেখমাটিয়া ইউপি আওয়ামীলীগ- মাটিভাংগা ইউপি আওয়ামীলীগ- শ,ম,বেলায়েতহোসেন, বিএনপি- এ বি এম সামসুল আলম।

ভাণ্ডারিয়া উপজেলা > ভিটাবাড়িয়া ইউপি আওয়ামীলীগ- খান এনামুল করিম, বিএনপি- ফিরোজ আহমেদ সিকদার। তেলিখালী ইউপি আওয়ামীলীগ-মো: শামসুদ্দিন, বিএনপি- নাই। ৪নং- ইকড়ি ইউপি আওয়ামীলীগ-মো: হুমায়ুন কবির, বিএনপি- মিজানুর রহমান জিম্মি। ধাওয়া ইউপি আওয়ামীলীগ-মো: বাদশা মিয়া, বিএনপি- আ: রশিদ খান। গৌরীপুর ইউপি আওয়ামীলীগ- ইকবাল হোসেন তালুকদার, বিএনপি-মো: ওবায়দুল হক।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...