ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ দাউদখালীর চার চেয়ারম্যান প্রার্থীর যৌথ সংবাদ সম্মেলন

আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ দাউদখালীর চার চেয়ারম্যান প্রার্থীর যৌথ সংবাদ সম্মেলন

মঠবাড়িয়া প্রতিনিধি > মঠবাড়িয়ার দাউদখালী ইউনয়নের আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে চার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী যৌথ সংবাদসম্মেলন করেছেন। উপজেলার দাউদখালী ইউনিয়নের আ.লীগ প্রার্থী ফজলুল হক রাহাতের বিরুদ্ধে ওই ইউনিয়নের প্রতিদ্বন্দী চার চেয়ারম্যান প্রার্থী আজ মঙ্গলবার মঠবাড়িয়া প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। এসময় চার প্রার্থী আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি, প্রচারে বাধা, মাইক ভাংচুর, কর্মী সমর্থকদের মারধর, পোষ্টার ছিড়ে ফেলাসহ বিভিন্ন অভিযোগ আনেন প্রতিদ্বন্ধী চার প্রার্থী।
সংবাদ সম্মেলনে দাউদখালী ইউনিয়নের প্রতিদ্বন্ধী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল সুক্কুর তালুকদার সেলিম (টেলিভিশন), সাবেক চেয়ারম্যান সেকান্দার আলী খান (অটোরিক্সা), জাহিদুল আলম শামীম (আনারস) ও মিজানুর রহমান রুবেল (ঘোড়া) উপস্থিত ছিলেন।
লিখিত অভিযোগ উল্লেখ করা হয়, আ’লীগ মনোনীত প্রার্থী ফজলুল হক রাহাত খান (নৌকা) প্রতীক বরাদ্দের পর থেকেই প্রকাশ্যে প্রার্থীদের প্রাণ নাশের হুমকী, গণ সংযোগে বাধা, মাইক ভাংগচুর, কর্মী সমর্থকদের মারধর, পোষ্টার ছিড়ে ফেলাসহ ভয় ভীতিতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অন্য দিকে ভোটারদের কাছে নির্বিগ্নে প্রচার প্রচারনা চালাতে পারছেন না। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করেন এ বিষয় থানায় লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি।
এ বিষয়ে অভিযুক্ত আ.লীগ প্রার্থী মো. ফজলুল হক রাহাত তার বিরুদ্ধে আনা প্রতিদ্বন্দী প্রার্থীদের অভিযোগ ভিত্তিহীন দাবি করেছেন।

Leave a Reply

x

Check Also

পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন আটক

পিরোজপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনকে আটক করেছে ...