ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - বরগুনায় সরকারি বিনামূল্যের বই কেজিদরে বিক্রি ভ্রাম্যমাণ আদালতে শিক্ষক ও ভ্যান চালকের জরিমানা

বরগুনায় সরকারি বিনামূল্যের বই কেজিদরে বিক্রি ভ্রাম্যমাণ আদালতে শিক্ষক ও ভ্যান চালকের জরিমানা

বরগুনা সংবাদদাতা : বরগুনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বিনামূল্যের বই বিক্রি করার দায়ে এক শিক্ষক ও এক ভ্যান চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার সকাল ১১টার দিকে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ ইব্রাহীম শিক্ষক কাজী শাহনেওয়জকে সরকারী বিনামূল্যর বই বিক্রির দায়ে কুড়ি হাজার টাকা এবং ভ্যানচালক ইউসুফকে দুই হাজার টাকা জরিমানা করেন।
বরগুনা সদর থানার এএসআই মো. মনিরুল ইসলাম জানান’ বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বই বিক্রি করার আগ মুহূর্তে ভ্যান চালক ইউসুফকে বইসহ আটক করা হয়। এসময় তার কাছ থেকে বিক্রি করার উদ্দেশ্য নিয়ে যাওয়া প্রথম শ্রেনী থেকে দশম শ্রেনী পর্যন্ত বিভিন্ন বিষয়ের সাত মণ বই জব্দ করা হয় এবং ইউসুফের স্বীকারোক্তি অনুযায়ী বই বিক্রির মূল হোতা শিক্ষক কাজী শাহনেওয়াজকে সনাক্ত করা হয়। পরে শুক্রবার সকালে ইউসুফকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দুই হাজার টাকা এবং সরকারী বিনামূল্যর বই বিক্রির দায়ে শিক্ষক কাজী শাহনেওয়াজকে কুড়ি হাজার টাকা জরিমানা করেন।
পরে আদালত জব্দকৃত বই সদর উপজেলা প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয় কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন আটক

পিরোজপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনকে আটক করেছে ...