ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - পাথরঘাটায় দুর্যোগে সাংবাদিকদের করনীয় শীর্ষক কর্মশালা

পাথরঘাটায় দুর্যোগে সাংবাদিকদের করনীয় শীর্ষক কর্মশালা

পাথরঘাটা সংবাদদাতা : বরগুনার পাথরঘাটায় দুর্যোগে সাংবাদিকদের করনীয় শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে সংকল্প ট্রাষ্টের প্রশিক্ষন মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালার আয়োজন করেছে জাগোনারী নামে একটি বেসরকারি সংগঠন।

পাথরঘাটা প্রেস ক্লাবের সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন পাথরঘাটা প্রেস ক্লাবের ১৫ জন সাংবাদিক, পাথরঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম মাহবুবুর রহমান, পাথরঘাটা পৌর সভার সংরক্ষিত আসনের কাউন্সিলর ফাতিমা বেগম পারুল ও মুনিরা ইয়াসমিন খুশী, সংকল্প ট্রাস্টের পরিচালক(প্রকল্প) মনিরুজ্জামান হিরু। কর্মশালায় দুর্যোগে মিডিয়ার কর্মীদের করনীয় এবং এ সংক্রান্ত আইন ও বিধি বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা দুর্যোগের আগে বা পরে দৃশ্যমান বিষয়াবলী ছাড়া ও অদৃশ্যমান বা সুদুরপ্রসারী প্রভাব নিয়ে আলোচনা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...