ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - ইউপি নির্বাচন : ভাণ্ডারিয়া বাবা-ছেলে, মামা-ভাগ্নে,স্বামী- স্ত্রী, ভাই-ভাই প্রতিদ্বন্দী

ইউপি নির্বাচন : ভাণ্ডারিয়া বাবা-ছেলে, মামা-ভাগ্নে,স্বামী- স্ত্রী, ভাই-ভাই প্রতিদ্বন্দী

ভাণ্ডারিয়া সংবাদদাতা :
আসন্ন ইউনিয়ন পষিদ নির্বাচনে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পাঁচটি ইউনিয়নে ইউপি নির্বাচনে একই পরিবার ও নিকট স্বজনরা ভোটযুদ্ধে একে অপরের প্রতিদ্বন্দী প্রার্থী হয়েছেন। চেয়ারম্যান পদে বাবা-ছেলে, মামা – ভাগ্নে, স্বামী- স্ত্রী, ভাই -ভাই নির্বাচনী লড়াইয়ে প্রস্তুতি নিচ্ছেন।
জনাগেছে, উপজেলার চার ইউনিয়নের ১নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে খান এনামুল করিম (আ.লীগ) তার আপন ভাগ্নে আবুল কালাম আজাদ (স্বতন্ত্র),
বর্তমান চেয়ারম্যান মশিউর রহমান মৃধা (জেপি) তারই আপন বড় ভাই মো. হাফিজুর রহমান (স্বতন্ত্র) চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে নেমেছেন। এছাড়া ওই ইউনিয়নে মো. আব্দুল হাই মোল্লা (স্বতন্ত্র) ও তার স্ত্রী তাহমিনা আক্তার (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করছেন। আর ভা-ারিয়া উপজেলায় প্রার্থী তহমিনা আক্তার একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচিত হয়ে উঠেছেন।
স্থানীয়দের ভাষ্য এ ইউনিয়নে প্রতিদ্বন্দী স্বজনরা ভোটের মাঠে টিকে থাকলেও স্বামী স্ত্রীর কেউ একজন নির্বাচনী মাঠ থেকে সরে দাড়াতে পারেন। তবে তারা মনোনয়নপত্র দাখিল করে আলোচিত হয়ে উঠেছেন।
অপরদিকে তেলিখালী ইউনিয়নে সবচেয়ে আলোচিত পিতা পুত্রের প্রতিদ্বন্দী হয়ে ওঠার ঘটনায়। ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. শাহাদত হোসেন (জেপি) ও তারই ছেলে মো. শামসুউদ্দিন (আ.লীগ) মনোনীত প্রার্থী হয়েছেন।
ধাওয়া ইউনিয়নে আপন দুই সহোদর এক অন্যের প্রতিদ্বন্দী চেয়ারম্যান প্রার্থী। বর্তমান চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু (জেপি) ও তার আপন ভাই আসাদুজ্জামান টুকু (স্বতন্ত্র) নির্বাচনী মাঠে লড়াইয়ে নেমেছেন । গৌরিপুর ইউনিয়নেী দুই সহোদর একে বর্তমান চেয়ারম্যান মো. বদিউজ্জামান টিপু ( স্বতন্ত্র) ও তার আপন ছোট ভাই খালেকুজ্জামান নিপু (স্বতন্ত্র) হিসেবে নির্বাচনের মাঠে রয়েছেন। তবে পাঁচটি ইউনিয়ানে মধ্যে চারটিতে ইউপিতে একই পরিবারে স্বজনরা নির্বাচনের মাঠে থাকলে ও ইকড়ি ইউনিয়ানে তা নেই।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...