ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - কাউখালী প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন ও মিলন মেলা

কাউখালী প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন ও মিলন মেলা

 

কাউখালী প্রতিনিধি >>

পিরোজপুরের কাউখালী প্রেস ক্লাবের আয়োজনে বার্ষিক বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার শহরের প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত এ মিলন মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবীর, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।
প্রেস ক্লাবের সভাপতি মোঃ তারিকুল ইসলাম পান্নুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন, আওয়ামীলীগের উপজেলা চেয়ারম্যান মনোনীত প্রার্থী কাজী রুহিয়া বেগম হাসি, সয়না রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান ও জাতীয় পার্টি (জেপি) মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ মনু, চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদ খান খোকন, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন, অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, ওসি তদন্ত ফরিদ হোসেন, সমাজ সেবা অফিসার মহসীন কবীর, প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, কামরুজ্জামান খান, সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, নুরুল হুদা বাবু, সাধারন সম্পাদক সৈয়দ বশির ্আহম্মেদ, সমকালের আঞ্চলিক প্রতিনিধি নজরুল ইসলাম, কাউখালী বার্তার সম্পাদক হাসান হাফিজুর রহমান বাদল, কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি দেবদাস মজুমদার, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গৌতম কুমার দাস, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক (কামরুজ্জামান) মিজানুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান হিরন, সমাজ সেবক আঃ লতিফ খসরু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান, লাইকুজ্জামান মিন্টু, মৃদুল আহম্মেদ সুমন, শাহীন মাহমুদ, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নার্গিছ আক্তার হাদিয়া, হেপি আক্তার লিপি।
বনভোজন শেষে প্রেস ক্লাব সদস্য ও অতিথিদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...