ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - সওগাতুল আলম সগীর’র ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী

সওগাতুল আলম সগীর’র ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী

মেহেদী হাসান বাবুঃ
আজ ৩ জানুয়ারী দক্ষিণ বাংলার গৌরব মুক্তিযুদ্ধের সংগঠক, তৎকালীন প্রাদেশিক পরিষদের সদস্য এস এ সওগাতুল আলম সগীর’র ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গুলিসাখালী গ্রামের মৃতঃ রত্তন মিয়ার পুত্র।
১৯৭৩ সনের ৩ জানুয়ারী বর্তমান মঠবাড়িয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে কতিপয় দুঃস্কৃতির হাতে নির্মম ভাবে খুন হনদক্ষিণ বাংলার গৌরব এই নেতা। ওই সময় এ ঘটনায় মামলা হলেও পরবর্তিতে তা অজ্ঞাত কারনে বাদীপক্ষ মামলা চালানোর কার্যকরম থেকে সরে পরেন।
এ এস সওগাতুল আলম সগীর’র শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মঠবাড়িয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও শহীদ সগীর স্মৃতি সংরক্ষণ পরিষদ আজ তার প্রতিকৃত্বিতে সকালে পুষ্প্যমাল্য অর্পণ করবেন। এছাড়াও তার জীবনীর ওপর আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন ও তার নিজ বাড়ি গুলিশাখালী পারিবারিক ভাবে দোয়া ও মিলাদের আয়োজন করেছে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...