ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মঠবাড়িয়ায় বাল্য বিবাহ প্রতিরোধে মাববন্ধন

মঠবাড়িয়ায় বাল্য বিবাহ প্রতিরোধে মাববন্ধন

মঠবাড়িয়ায় বাল্য বিবাহ প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে পক্ষ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আজ মঙ্গলবার ঘন্টাব্যাপী এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও উন্নয়ন সংগঠনের কর্মীরা অংশ নেন।

মানববন্ধন শেষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, সমাজসেবা কর্মকর্তা মো. মিজান সালাউদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু জাফর হাওলাদার ও সমবায় কর্মকর্তা এমাদুল হক প্রমূখ।

শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে নারী উন্নয়ন ও অগ্রতিতে অবদান রাখায় পাঁচজন জয়ীতা নারীকে সম্মাননা দেওয়া হয়। এরা হলেন, সফল জননী ফাতিমা বেগম, সমাজ সেবায় ইউপি সদস্য মো. মমতাজ বেগম, স্বাবলম্বী নারী কামরুন্নাহার পাখি, শিক্ষায় প্রভাষিকা মাহমুদা বেগম ও সংগ্রামী নারী আলেক নূর বেগম। এ পাঁচ জয়ীতা নারীকে ক্রেস্ট ও সম্মানা সনদ প্রদান করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...