ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - ভান্ডারিয়ায় জেলা পরিষদ ও স্বাস্থ্য কমপ্লেক্সের ৬০ শতক জমিতে ৭২ অবৈধ স্থাপনা

ভান্ডারিয়ায় জেলা পরিষদ ও স্বাস্থ্য কমপ্লেক্সের ৬০ শতক জমিতে ৭২ অবৈধ স্থাপনা

ভান্ডারিয়া প্রতিনিধি >

পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরের জেলা পরিষদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মালিকানাধিন জমিতে ৭২টি অবৈধ স্থাপনা গড়ে তুলে দখল করে নিয়েছেন। শহরের পুরাতন হাসপাতাল, বড় মসজিদ ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মূখ জুড়ে প্রায় ৬০ শতক সরকারী জমিতে নানা অবৈধ স্থ্পানা গড়ে দখল করা হলেও অবৈধ দখদারদের উচ্ছেদে প্রশাসনিক কোন উদ্যোগ নেই। ফলে সরকারী এ সম্পত্তি বেহাত হয়ে সরকার রাজস্ব হারাচ্ছেন।
জানাগেছে, বাংলাদেশ সরকারের পক্ষে আইন মন্ত্রণালয় এর আওতাধিন খতিয়ান নম্বর ৪৬৬, ডিপি নম্বর ১১, মৌজা ভান্ডারিয়া, জে.এল. নম্বর- ২১, এস.এ দাগ নম্বর ৬১৪, ৬১৫, ৬১৮ এর ৫৯ দশমিক ৭৮ শত জমি রয়েছে। যা ভান্ডারিয়া পুরাতন হাসপাতাল, বড় মসজিদের সম্মূখ ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মূখ জুড়ে অবস্থিত। উল্লেখিত জমি জেলা পরিষদ ও স্বাস্থ্য কমপ্লেক্সের মালিকানাধিন হলেও সুরক্ষার অভাবে প্রায় ৬০ শতক জমি অবৈধ দখলদারদের কবলে চলে গেছে। এ জমিতে ৭২টি স্থাপনা গড়ে স্থানীয় প্রভাবশালীরা নানা স্থাপনা গড়ে জমি দখল করে নিয়েছেন।
সরকারী এ জমিতে নানা ব্যবসা প্রতিষ্ঠান, আদর্শ নাট্য গোষ্ঠি,রিকশা সমবায় সমিতি,জুনিয়র একতা ক্লাব, শ্রমিক লীগ, স্বেচ্ছা সেবক লীগ, ২৭জন দলিল লেখকের অফিস, পোল্ট্রি গুদাম, আলু পিয়াজের গুদাম, হ্যান্ডলিং হকার সমিতিসহ মুদি মনোহরী দোকান, ভাতের হোটেল, ফটোকপির দোকান, ফলের দোকান, চায়ের দোকান, মুড়ির দোকান স্থাপন করে সরকারী জমি দখল করে নেওয়া হয়েছে। এসব স্থাপনা গড়ে তুলে বেশ কিছু প্রভাবশালী নিজে ব্যবসা করছেন আবার কেউ ভাড়া দিয়েছেন। পৌর শহরের প্রাণ কেন্দ্রে সরকারী জমি অবৈধ দখলদারের কবল হতে মুক্ত করতে প্রশাসনিক কোন উদ্যোগ না নেওয়ায় জনমনে নানা বিরুপ প্রতিক্রিয়া ও প্রশ্নের সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল সরকারী জমি অবৈধভাবে দখল করে সেখানে নানা স্থাপনা গড়ে তোলার বিষয়ে বলেন, ভান্ডারিয়া উপজেলা শহর সম্প্রতি পৌর সভায় উন্নীত করা হয়েছে। শহরের সরকারী অবৈধ দখলদারদের তালিকা প্রস্তুত করা হয়েছে। বেদখল হওয়া সরকারী জমি উদ্ধারে প্রশাসনিক উদ্যোগ নেওয়া হবে।
এ বিষয়ে পিরোজপুরে জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ বলেন, জেলা পরিষদের জমিতে কোন অবৈধ দখলদার থাকার এখতিয়ার নেই । অবৈধ দখলদারদের তালিকা করে উচ্ছেদের কার্যক্রম শুরু করা হবে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...