ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মঠবাড়িয়ায় মমিন মাষ্টার সাহিত্য পরিষদের আড্ডা অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় মমিন মাষ্টার সাহিত্য পরিষদের আড্ডা অনুষ্ঠিত

মেহেদী হাসান > মঠবাড়িয়ার আঙ্গুলকাটা গ্রামের প্রয়াত স্বভাব কবি মমিন উদ্দিন মাস্টারের স্মৃতি সুরক্ষার লক্ষে সম্প্রতি গঠিত হয়েছে “আব্দুল মমিন মাষ্টার সাহিত্য পরিষদ” । মঠবাড়িয়ার সাহিত্যপ্রেমী কতিপয় সমাজ সচেতন তরুণরা মিলে এ সংগঠনটি গড়ে তুলেছে। “আব্দুল মমিন মাষ্টার সাহিত্য পরিষদ”- এর প্রথম সাহিত্য আড্ডা গতকাল শনিবার মঠবাড়িয়া পৌর শহরের শহীদ মোস্তফা খেলার মাঠে অনুষ্ঠিত হয়। এ সাহিত্য আড্ডায় নব গঠিত সংগঠনের উদ্যোগক্তারাসহ সাহিত্যমনা একঝাক তরুণ অংশ নেন। প্রথম অনুষ্ঠিতব্য আড্ডায় আলোচনার বিষয়বস্তু ছিল “দেশ প্রেম”।
উদ্যোক্তা তরুণরা জানান, মঠবাড়িয়ায় তারুণ্যের স্বভাব কবি খ্যাত শ্রদ্ধেয় কবি ও শিক্ষক মরহুম মমিন উদ্দিন মাষ্টারের স্মৃতিতে শ্রদ্ধা রেখে তাঁর সম্মানে এই সাহিত্য পরিষদের যাত্রা শুরু শুরু হল।
এখন থেকে নিয়মিত প্রতি শুক্রবার এই সংগঠনের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হবে। বিষয় ভিক্তিক প্রতিটি আডায় সাহিত্য ও সংস্কৃত সমতুল্য নানান বিষয় নিয়ে আলোচনা-পর্যালোচনা অনুষ্ঠিত হবে। এ ছাড়া সংগঠনটি নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের উদ্যোগ নেবে।

আলোচনায় সদ্য এসএসসি পরীক্ষা শেষ করা (কেএম লতিফ ইনিষ্টিটিউশন) ছাত্র এবং আজকের আড্ডার সর্বকনিষ্ট আলোচক বলেন – দেশপ্রেম হলো এক ধরনের আবেগ।যার জন্য মানুষ নিজের প্রান দিতেও দ্বিধা বোধ করেনা।আরেক আলোচক ইঞ্জিনিয়ার
বলরাম বলেন দেশপ্রেম অবশ্যই থাকা প্রয়োজন তবে তা যেন কিছুতেই উগ্র দেশপ্রেমে পরিনত না হয়।

মো: রাসেল সবুজ এর মতে, যার দায়িত্ব সে সঠিক ভাবে পালন করাই হলো সব চেয়ে বড় দেশ প্রেম।

এছাড়া জাহিদুল ওলি , তারেক রহমান , আমিন রোমান , মেহেদী হাসান বাবু ফরাজী , মেহেদী হাসান সহ আরও অনেক তাদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে আজকের আনুষ্ঠিতব্য আড্ডাকে সফল করেন ।
আগামী আড্ডার বিষয় নির্ধারণ করা হয়েছে ” সাহিত্যিক আব্দুল মমিন মাষ্টার এবং তার সাহিত্যকর্ম ”

সাহিত্য ও সংস্কৃতি মনা যে কেউ এই আড্ডায় অংশগ্রহণ করতে সংগঠনটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...