ব্রেকিং নিউজ
Home - জাতীয় - আবিষ্কার সাহিত্য পুরস্কার পেলেন ৩ খ্যাতনামা সাহিত্যিক

আবিষ্কার সাহিত্য পুরস্কার পেলেন ৩ খ্যাতনামা সাহিত্যিক

রাসেল সবুজ > আবিষ্কার সাহিত্য পুরস্কার-২০১৬ পেয়েছেন এপার এবং ওপার বাংলার খ্যাতনামা তিন কবি-সাহিত্যিক।বুধবার জাতীয় প্রেসক্লাবে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন পুরস্কার পাওয়া তিন সাহিত্যিক সৈয়দ শামসুল হক, নির্মলেন্দু গুণ ও সমরেশ মজুমদার।
অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশংসাপত্র পাঠ করেন, কবি হাবিবুল্লাহ্ সিরাজী, কবি ফরিদ আহমদ দুলাল, কবি মারুফুল ইসলাম।
পুরস্কার পেয়ে অনুভূতি প্রকাশে সৈয়দ হক বলেন, খুব আনন্দ হলো এক সারিতে নির্মলেন্দু গুণ, অধ্যাপক আনিসুজ্জামান, কথাশিল্পী সমরেশ মজুমদারের সঙ্গে আমি, খুব ভালো লাগলো।আর কবে এমন হবে জানিনা। সেই সঙ্গে পুরস্কৃত হয়ে আমি ঋদ্ধ হলাম। ভালো কাজ করলে পুরস্কার পাওয়া যায় আর এ অনুভূতি সবসময় প্রাঞ্জল।অনুভূতির কথা যদি বলেন তবে এভাবে বলবো ‘যে আমাকে ইচ্ছে করে আমি তার’-এভাবে লিখেছিলাম ১৬ বছর বয়সে।আজো এমনই লিখতে ইচ্ছে হয়।প্রিয় সমরেশ লেখে উপন্যাস। উপন্যাসকে আমি বলি সৃষ্টিশীল প্রতিবেদন আর কবিতা- সে তো সময়ের লেখা প্রেমপত্র।

নির্মলেন্দু গুণ বলেন, পুরস্কার সবসময়ই আমাদের জীবনে বার্তা নিয়ে আসে।কৃষক ফসলের চারা রোপন করে শস্য ঘরে তোলার স্বপ্ন ও আশা নিয়ে।আমরাও যার সত্তরোর্ধ বয়স তাদের ঠিক সেই কৃষকের মতো অবস্থা।আমরা যা করেছি তারই ফল হয়তো এই পুরস্কার।

কথাশিল্পী সমরেশ মজুমদার তাঁর অনুভূতির কথা বলতে গিয়ে বলেন, একটা পত্রিকা আমাকে লাইভটাইম অ্যচিভমেন্ট পুরস্কার দেওয়ার জন্য ডেকেছে- একথা শুনে হিম জমে গেছে বুকে।তার মানে কী আমি শেষ হয়ে গেছি।আসলে জীবন রহস্যময় মৃত্যুতেও শেষ হয় না।তাঁকে প্রদত্ত প্রশংসা পত্রে ভারতের লেখক বলায় অসন্তুষ্টি প্রকাশ করে বলেন, আমি বাংলার লেখক। আমি ভারতেরও নই বাংলাদেশরও নই।

সভাপতির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, যারা পুরস্কার পেয়েছেন তাদের সম্পর্কে নতুন করে বলবার কিছু নেই। উনারা অনেক পুরস্কার পেয়েছেন। তাঁদের নাম মাহাত্ম্যে পুরস্কারের নাম ছড়িয়ে পড়বে। অনুষ্ঠান শেষে স্বরচিত কবিতা পাঠ করেন কবিরা।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় বিএনপির নির্বাচন বিরোধী প্রচারপত্র বিলি

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামীলীগের একতরফা নির্বাচন বন্ধের দাবী ও ভোটারদের ভোট কেন্দ্রে না ...