ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - সাফা বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই : কোটি টাকার ক্ষয়ক্ষতি

সাফা বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই : কোটি টাকার ক্ষয়ক্ষতি

মঠবাড়িয়া প্রতিনিধি >

পিরোজপুরের মঠবাড়িয়ার ধানীসাফা বন্দরে ভয়ভহ অগ্নিকাণ্ডে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ১০ টি দোকানসহ মালামাল ভস্মিভূত হয়েছে। শনিবার দিবাগত রাত অনুমানিক দেড়টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটনা ঘটে।

স্থানীয় তরুণ মো. বশির আহম্মেদ জানান, সাফা বাজারের বাসস্টাণ্ড সংলগ্ন কাজি অফিস গলির হোটেল ব্যবসায়ি মো. মনির হোসেনর ভাই ভাই হোটেলের চূলায় শুকাতে দেওয়া জ্বালানী কাঠ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে । বাস্টাণ্ডে পার্ক করা পরিবহন বাস হামীম ফাল্গুনী গাড়ির ড্রাভার, সুপারভাইজর, হেলপার ও যাত্রীদের ডাক চিতকারে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে মঠবাড়িয়া ও ভান্ডারিয়ার ফাযারসার্ভিস এসের দল ঘটনাস্থলে এসে দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে দুইটি হোটেল দুইটা, একটি ইলেকট্রনিক্স দোকান,একটি সেলুন, চা ও ফাস্টফুড, মুদি মনোহরী দোকানসহ মোট ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর ভিটি মালিক মনটু বেপারী ও জামাল বেপারী দাবি করেছেন অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমান কোটি টাকা। ক্ষতিগ্রস্ত ব্যবসাযিরা সবাই ভাড়াটিয়া দোকানী।
ছবি > মো. বশির আহম্মেদ

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...