ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পিরোজপুরে মানবাধিকার সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পিরোজপুরে মানবাধিকার সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি >
সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতকরণের প্রত্যায় নিয়ে পিরোজপুর সদর উপজেলায় দুই দিনব্যাপী হিউম্যান রাইটস ডিফেন্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। যুব মানবাধিকার দল পিরোজপুর সদর উপজেলা সুরক্ষা, নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) কমিটির ২৫ জন সদস্য এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে। আজ বৃহস্পতিবার বেসরকারি উন্নয়ন সংস্থা শারি ও মিজরিওর জার্মানির সহযোগিতায় পিরোজপুর জেলা উদীচী শিল্পগোষ্ঠী মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী পর্বে প্রশিক্ষনার্থীদের মাঝে সদনপত্র বিতরণ করেন জেলা উদীচী সভাপতি এ্যাডভোকেট এম এ মান্নান ।
এ সময় আরো বক্তব্য রাখেন সুরক্ষা, নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) পিরোজপুর জেলা সভাপতি গৌতম চৌধুরী,পৌর প্যানেল মেয়র ও কাউন্সিলর মিনার বেগম, সাংবাদিক এ কে আজাদ, সুনাম পিরোজপুর সদর উপজেলা সভাপতি মো: হাসিবুল ইসলাম হাসান, সাধারণ সম্পাদক অমিত বিশ্বাস, সদস্য আমিনুল ইসলাম রাকিব ও রুবায়েত বিন্তে আজমী।
প্রশিক্ষণটিতে সহায়কের দায়িত্ব পালন করেন শারির প্রকল্প সমন্বয়কারী রঞ্জন বকসী নুপু, অ্যাডভোকেসী অফিসার পলাশ দাশ, জেলা মিডিয়া সমন্বয়কারী খালিদ আবু। দুই দিনব্যাপী এই প্রশিক্ষণটির মাধ্যমে আর্ন্তজাতিক মানবাধিকারের ঘোষণাসহ বাংলাদেশ সরকার স্বীকৃত মানবাধিকারের নানা দিক নিয়ে আলোচনা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...