ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - কেউ আঙ্গুল ফুলে কলাগাছ হবে এজন্য মুক্তিযুদ্ধ হয়নি -পরিবেশ ও বনমন্ত্রী

কেউ আঙ্গুল ফুলে কলাগাছ হবে এজন্য মুক্তিযুদ্ধ হয়নি -পরিবেশ ও বনমন্ত্রী

বিশেষ প্রতিনিধি >

পরিবেশ ও বনমন্ত্রী ও জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, কেউ আঙ্গুল ফুলে কলাগাছ হবে এজন্য দেশে মুক্তিযুদ্ধ হয়নি। দেশের সার্বিক উন্নয়ন, সুশাসন ও গণতন্ত্র সুরক্ষাসহ স্বাধীনতার জন্যই দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল। আওয়ামীলীগ দেশের বৃহত্তম দল হলেও মাননীয় প্রধানমন্ত্রী সাতটি ছোট ছোট দলেরও মন্ত্রীত্ব দিয়েছেন। এটি সুশাসন ও গণতন্ত্র বাস্তবায়নেরই অংশ। দেশ এগিয়ে যাচ্ছে অগ্রগতির দিকে। এ উন্নয়ন অগ্রযাত্রা অব্যহত থাকলে বাংলাদেশ বিশ্ব দরবারে আরও মাথা উঁচু করেই বেঁচে থাকবে।দেশের অগ্রগতির স্বার্থে সকলে মিলেই দেশকে এগিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, জেলা পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। এখন উন্নয়নের অগ্রযাত্রা আরও বেগবান করতে জেলা পরিষদকে আরও শক্তিশালী করা জরুরী।

পরিবেশ ও বনমন্ত্রী আজ রবিবার পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনোত্তর জাতির জনক বঙ্গবন্ধুর স্মরনে দোয়া ও শোকরানা মিলাদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন। জেলার ভাণ্ডারিয়ার হরিণপালা ইকো পার্ক চত্বরে দিনব্যাপী অনুষ্ঠিত মিলাদে জেলার সাত উপজেলার জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ পাঁচ সহস্রাধিক সুধিজন অংশ নেন।
অনুষ্ঠানে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজি, সাবেক সংসদ সদস্য ডা. আনোয়ার হোসেন, পিরোজপুর জেলা প্রশাসক খায়রুল আলম সেখ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র মো. আহম্মেদ মির্জা ও ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, বিশষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের সভাপতিত্বে মিলাদ ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন , মঠবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর,পিরোজপুর জেলা যুবলীগ সভাপতি জিয়াউল হাসান গাজি, ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম প্রমূখ।
সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

ছবি> মো. শাহাদাত হোসেন

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...