ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পিরোজপুরে প্রতিবন্ধী নারীরা মাসব্যাপি প্রশিক্ষণের পর পেলেন সেলাই মেশিন

পিরোজপুরে প্রতিবন্ধী নারীরা মাসব্যাপি প্রশিক্ষণের পর পেলেন সেলাই মেশিন

খালিদ আবু, পিরোজপুর প্রতিনিধি >
প্রতিবন্ধী নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষে ১২ জন প্রতিবন্ধী নারীকে প্রশিক্ষণের পর সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরন দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে ইন্দুরকানি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল হূদা ডাক দিয়ে যাই এর বালিপাড়া শাখা মিলনায়তনে প্রশিক্ষিত প্রতিবন্ধী নারীদের হাতে এ সেলাই মেশিন তুলে দেন। এসময় বেসরকারি উন্নয়ন সংস্থা ডাক দিয়ে যাই এর উপ নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন, প্রকল্প সমন্ময়কারী মো. শাহ্নেওয়াজ, প্রকল্প স্বমন্বয়কারী মো. শাহনেওয়াজ,আঞ্চলিক ব্যাবস্থাপক মনোজ কুমার হালদার,সাংবাদিক খালিদ আবু, ফয়সাল প্রিন্স উপস্থিত ছিলেন।

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ( পিকেএসএফ)র সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ডাক দিয়ে যাই এ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রশিক্ষণে পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার ছয় জন, নাজিরপুরের দুই জন, মঠবাড়িয়া উপজেলার এক জন, বাগেরহাটের চিতলমারী উপজেলার দুই জন, ঝালকাঠির রাজাপুর উপজেলার এক জন প্রতিবন্ধি নারী অংশ নেন।
এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় তিন জন প্রতিবন্ধী নারী তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ইন্দুকানি উপজেলার চন্ডীপুর গ্রামের প্রতিবন্ধী খালেদা বেগম (২৯) বলেন, জন্ম থেকেই আমার ডান হাত কনুই থেকে নেই। এক হাত নেই বলে সবার কাছে অবহেলিত ছিলাম। এখন আমি সেলাই প্রশিক্ষণ নিয়ে বাড়িতে দর্জির কাজ করব। সংসারের অভাব ঘুচিয়ে ছেলে- মেয়েদের লেখাপড়া করাব।
একই উপজেলার পাড়েরহাট আবাসন প্রকল্পের বাসিন্দা শাহিদা বেগম (২৮) বলেন, আমার দুই পায়ে হাঁটার শক্তি নেই। সারাদিন বাড়িতে বসে থাকতাম। এজন্য শ্বশুর বাড়ির লোকজনের কথা শুনতে হতো। প্রশিক্ষণের পর সেলাই মেশিন পাওয়ায় এখন আর আমি বসে থাকব না। কাজ করে উপার্জন করা টাকা সংসারে খরচ করব।
ডাক দিয়ে যাই এর উপ নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন জানান, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের উজ্জীবিত প্রকল্পের আওতায় ১২ জন কর্মক্ষম প্রতিবন্ধী নারীদের মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ দিয়ে তাঁদেরকে একটি সেলাই মেশিন ও কাপড়সহ আনুষঙ্গিক সহযোগিতা করেছি। অবহেলিত প্রতিবন্ধী নারীদের স্বাবলম্বী করে আতœনির্ভর করে গড়ে তোলার উদ্দেশ্যে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের এ কর্মসূচি হাতে নিয়েছে। প্রাপ্ত প্রশিক্ষণ দিয়ে প্রতিবন্ধী নারীরা জীবন জীবিকার উন্নতি করতে পারবেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...