ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - শর্ত পূরণের পরও মঠবাড়িয়ার তুষখালী কলেজ এমপিওভূক্ত হয়নি ! শিক্ষক-কর্মচারীদের মানবেতর জীবনযাপন

শর্ত পূরণের পরও মঠবাড়িয়ার তুষখালী কলেজ এমপিওভূক্ত হয়নি ! শিক্ষক-কর্মচারীদের মানবেতর জীবনযাপন

 

শিক্ষাঙ্গন প্রতিবেদক >

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী কলেজটি সকল শর্ত পূরণের পরও এমপিওভূক্ত হতে পারেনি। ফলে শিক্ষক-কর্মচারীরা চরম হতাশায় মানবেতর জীবন যাপন করছেন। অপরদিকে কলেজের ৪শতাধিক শিক্ষার্থীর লেখা পড়াও ব্যহত হচ্ছে। ২০০৯ সালে প্রতিষ্ঠিত কলেজটি অবকাঠমো, শিক্ষার্থী সংখ্যা ও ফলাফলসহ সকল শর্ত পূরণের পরও এমপিওভূক্ত না হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হতাশা বিরাজ করছে।
মঠবাড়িয়া-পিরোজপুর সড়কের পাশে (তুষখালী বাজারের নিকটে) কোলাহল মুক্ত মনোরম পরিবেশে আধুনিক তথ্য প্রযুক্তি সম্মৃদ্ধ প্রায় সাড়ে তিন একর জমিতে প্রতিষ্ঠিত তুষখালী কলেজ। বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক মোঃ মিরাজুল ইসলামের নিজ অর্থে সুদৃশ্য ভবন, খোলা মাঠ, ফুল ও ফলের বাগান সজ্জিত প্রতিষ্ঠিত তুষখালী কলেজটি দেখলে মনে হয় যেন শিল্পির তুলিতে আঁকা একটি ছবি। কলেজ ক্যাম্পাসে রয়েছে ১টি সেমি পাকা ও ২টি টিন শেড ভবন।
কলেজে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ৪ শতাধিক। অধ্যক্ষসহ শিক্ষক ১৬ জন এবং কর্মচারী ৬ জন। নিজস্ব ওয়াইফাই নেটওয়ার্কভূক্ত কলেজে রয়েছে মাল্টি মিডিয়া শ্রেনী কক্ষ, ১০টি কম্পিউটার দিয়ে রয়েছে একটি কম্পিউটার ল্যাব এবং গোটা কলেজ ক্যাম্পাস সিসি ক্যামেরায় আওতাভুক্ত।
কলেজটির ফলাফলও সন্তোষ জনক। ২০১৫ সালে প্রথম পাবলিক পরীক্ষায় কলেজের ৮৯ শতাংশ পরীক্ষার্থী কৃতকার্য হয়। ২০১৬ সালের পরীক্ষায় ২টি জিপিএ-৫ সহ উপজেলার ৭ টি কলেজের মধ্যে ফলাফলে (৯০ শতাংশ) ২য় স্থান লাভ করে।
এছাড়া ২০১৫ সালে আন্তঃ জেলা কলেজ বিতর্ক প্রতিযোগীতায় তুষখালী কলেজ পিরোজপুর জেলায় প্রথম স্থান লাভ করে।
কলেজটি এমপিওভূক্ত না হওয়ায় শিক্ষক-কর্মচারীরা বিনা বেতনে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। বেতন-ভাতা না পাওয়ায় কলেজ প্রতিষ্ঠাতা শিক্ষক কর্মচারীদের নিয়মিত সম্মানী প্রদান করেন বলে কর্তৃপক্ষ জানান।
কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন জানান, কলেজের প্রতিষ্ঠাতা একজন শিক্ষানূরাগী এবং তার নিজস্ব অর্থ থেকে প্রতি মাসে অধ্যক্ষসহ ২২জন শিক্ষক কর্মচারিদের সম্মানি ভাতা দিয়ে আসছেন। তিনি মানবিক কারনে কলেজটি এমপিওভূক্ত করার জন্য কর্র্তৃপক্ষের নিকট দাবী জানান

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...