ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু আজ

মঠবাড়িয়ায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু আজ

মঠবাড়িয়া প্রতিনিধি>
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের মাঝে তুলে ধরতে আজ সোমবার থেকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হচ্ছে। আজ বিকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে এক সঙ্গে এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা গেছে, উন্নত দেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী সাফল্য ও বিশেষ উদ্যোগ সমূহ জনগণের মাঝে ব্যাপক প্রচারের লক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে।
মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর জুড়ে উন্নয়ন মেলা উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্থানীয় সরকারী বেসরকারী সেবাদান কারী প্রতিষ্ঠানের স্টল এ মেলায় স্থাপন করা হয়েছে। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও এনজিওদের স্টল মেলায় স্থান পাচ্ছে। মেলায় প্রতিদিন বিকালে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম ফরিদ উদ্দিন জানান, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড মেলার মাধ্যমে তুলে ধরা হবে। এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হবে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...