ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় জিয়াফতের খাবার খেয়ে শতাধিক মেহমান পেটের পীড়ায় আক্রান্ত

মঠবাড়িয়ায় জিয়াফতের খাবার খেয়ে শতাধিক মেহমান পেটের পীড়ায় আক্রান্ত

 

মঠবাড়িয়া প্রতিনিধি >

জিয়াফত অনুষ্ঠানে পরিবেশন করা খাবার খেয়ে মঠবাড়িয়া উপজেলার মধ্য তুষখালী গ্রামের শতাধিক গ্রামবাসী অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ লোকজনকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তুষখালী ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান হাওলাদার সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ধারনা করা হচ্ছে দাওয়াতের দুগ্ধজাত খাবার থেকে মেহমানরা পেটের পীড়ায় আক্রান্ত হয়েছে।

এলাকাবাসী ও ভুক্তভোগিদের পারিবারিক সূত্র জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে তুষখালী গ্রামের আবদুল খালেক আকনের মরহুমা মায়ের জিয়াফত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত সহস্রাধিক মেহমানদের জিয়াফতের খাবার পরিবেশন করা হয়। খাবার খেয়ে বাড়িতে গিয়ে রাত থেকে অনেকেই পেটের পীড়ায় অসুস্থ হতে থাকে। শুক্রবার বিকেল পর্যন্ত অসুস্থের সংখ্যা শাতাধিক ছাড়িয়ে গেছে। অসুস্থদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জিয়াফতের খাবার খেয়ে অসুস্থ মধ্য তুষখালী গ্রামের রফিক হাওলাদার বলেন, জিয়াফতের খাবার খাওয়ার কয়েক ঘণ্টা পর থেকে পেটে ব্যথা ও পাতলা পায়খানা শুরু হয়। ধীরে ধীরে তা বাড়তে থাকে।
জিয়াফত অনুষ্ঠানে উপস্থিত তুষখালী গ্রামের ব্যবসায়ী শাহজামাল হাওলাদার জানান, অনুষ্ঠানের সকল খাবারই ভালোই ছিল। তবে ফিরনীতে যে দুধ দেওয়া হয়েছে সেই দুধ মেয়াদ উর্ত্তীর্ণের কারণে এ ঘটনা ঘটেছে বলে অনেকেই ধারণা করছেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...