ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ার ১১ ইউনিয়নে ছোট্ট মনুদের জন্য ভালবাসা সংগঠনের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন

মঠবাড়িয়ার ১১ ইউনিয়নে ছোট্ট মনুদের জন্য ভালবাসা সংগঠনের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন

মঠবাড়িয়া প্রতিনিধি >
পিরোজপুরের মঠবাড়িযার ১১ ইউনিয়নের সামাজিক সংগঠন ছোট্ট মনুদের জন্য ভালবাসা সংগঠনের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আজ সোমবার সম্পন্ন হয়েছে। উপজেলার তুষখালী ও ধানীসাফা ইউনিয়নে বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে মঠবাড়িয়ার ১১ ইউনিয়নে ১হাজার ২০০ জন শীতার্ত দরিদ্র শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সমাপ্ত হয়।
আজ সোমবার বিকালে তুষখালী তোফেল আকন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপদেষ্টা পরিষদের সদস্য সোহেল রানা। প্রধান অতিথি ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মনিন্দ্রনাথ শিকদার, বিশেষ অতিথি উপদেষ্টা সদস্য এটিএম কাওসার, মঠবাড়িয়া উপজেলা কমিটির আহবায়ক শিবাজি মজুমদার শিবু। অনুষ্ঠান পরিচালনা করেন তুষখালী ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদিকা স্বর্ণা মন্ডল। আরও উপস্থিত ছিলেন পৌর কমিটির এজাজ চৌধুরী, লিটন খান প্রমূখ । এখানে প্রায় ৪০ পিচ শীতবস্ত্র প্রধান করা হয়।
এছাড়া ধানীসাফা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপদেষ্টা সদস্য ইসমাইল হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মাসুদ রানা, বিশেষ অতিথি উপদেষ্টা সদস্য কামরুল ব্যাপারী। বক্তব্য রাখেন ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক মুসা সোহান, উপজেলা যুগ্ন-আহবায়ক বশির আহমেদ, সাইফুল ইসলাম, সজিব মিত্র, কামরুল ইসলাম লিটন, পৌর কমিটির আহবায়ক রাজিব কুমার সাহা, যুগ্ন-আহবায়ক সনিয়া জাহান। অনুষ্ঠানে ৪০জন শিশুর মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়।
উল্লেখ্য -আজ সোমবার বিকেলে এই দুই ইউনিয়নের মাধ্যমে শীতবস্ত্র প্রদান কার্যক্রম সমাপ্তি ঘোষনা করা হয়।
সংগঠনের উপদেষ্টা সোহেল রানা জানান আমরা মঠবাড়িয়া উপজেলা পরিষদ মিলানায়তনে গত ২৯শে ডিসেম্বর পৌরসভা ও সদর ইউনিয়নে শীতবস্ত্র প্রদান উদ্বোধন শেষে পর্যায়ক্রমে ১১ ইউনিয়নে ইউনিয়নে সুষ্ঠুভাবে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন করা হয়।
তিনি আরও বলেন, এ মহতী উদ্যোগে যারা সামিল হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
সংগঠনের মহাসচিব রাহাত রেজা বরেন, আমরা প্রত্যেক ইউনিয়নের দোরগোড়ায় পৌছে অসহায় ছোট্ট মনুদের হাতে হাতে আমাদের এই সামান্য উপহারটুকু পৌছে দিতে পারায় আমি আনন্দিত ও গর্বিত। সকলের নিকট এই সংগঠনের জন্য দোয়া কামনা করছি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...