ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - শহীদ সওগাতুল আলম সগীর এর ৪৪তম মৃত্যুবার্ষিকী আগামীকাল

শহীদ সওগাতুল আলম সগীর এর ৪৪তম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মঠবাড়িয়া প্রতিনিধি >
পিরোজপুরের মঠবাড়িয়ার সাবেক গণপরিষদ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক ও মঠবাড়িয়ায় স্বাধীনতা সংগ্রাম পরিষদের আহ্বায়ক শহীদ সওগাতুল আলম সগীরের ৪৪তম মৃত্যুবার্ষিকী আগামীকাল মঙ্গলবার( ৩ জানুয়ারী) ।
এ উপলক্ষে মঠবাড়িয়ায় শহীদ সওগাতুল আলম স্মৃতি সংরক্ষণ পরিষদ ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মিলাদ মাহফিল, কোরানখানি ও স্মরণসভা অনুষ্ঠিত হবে। এছাড়া মঠবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে মিলাদ ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। ঢাকায় তাঁর পরিবারের আয়োজনে মিলাদ মাহফিল, কোরানখানি ও মুনাজাতের আয়োজন করা হয়েছে ।
উল্লেখ্য শহীদ সওগাতুল আলম সগীর উপকূলীয় অঞ্চলের গণমানুষের প্রাণপ্রিয় নেতা হিসেবে সমিধক পরিচিত। ১৯৭৩ সালের ৩ জানুয়ারী সন্ধ্যায় তিনি মঠবাড়িয়া থানা থেকে বের হয়ে বাজারে আসার পথে হাইস্কুল সড়কের ওপর(বর্তমান মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের পাশে) ওত পেতে থাকা একদল স্বাধীনতা বিরোধি দুষ্কৃতিকারীদের গুলিতে তিনি শহীদ হন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...