ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - নতুন বছরে অামাদের প্রত্যাশা….

নতুন বছরে অামাদের প্রত্যাশা….

রফিকুল ইসলাম রাকিব >

নতুন বছর নতুন দিন, পুরানো সেই ক্যালেন্ডার নেই । এখন ঘরে কিংবা অফিস আদালতের দেয়ালে ঝুলবে নতুন বছরের দিনপঞ্জি। পুরানো সময়গুলো পিছনে ফেলে নতুন একটি বছর এসেছে ।

২০১৬ কে বিদায়ের ঘন্টা বাজিয়ে দিয়ে নতুনের জানান দিয়ে এলো ২০১৭। প্রতি বছরের মতো প্রত্যাশার পরতে পরতে যোগ হবে নতুন কিছু। প্রতি বছরের ন্যায় এই নতুন বছরেও অামাদের কিছু প্রত্যাশা অাছে। যে প্রত্যাশা অামাদেরকে পিছনের বছরে যা না পাওয়া বা অপ্রাপ্তি অাছে তা প্রাপ্তিতে রূপান্তর করবে।

প্রতিটি উন্নত দেশের ন্যায় বাংলাদেশের নারী সমাজ তাদের যোগ্যতার বলে নিজেকে বসিয়েছে সম্মানের অাসনে। নতুন বছরে প্রত্যাশা থাকবে তাদের যোগ্যতাকে সম্যানের চোখে দেখে উপযুক্ত স্থান প্রদান করা। বিগত বছরে অামরা দেখেছি মঠবাড়িয়ার রাজনীতিতে দাঙ্গা-হাঙ্গামা, মারামারি এমনকি খুনের তান্ডব। নতুন বছরটা শুরু হোক হিংসাকে ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে। যা হবে দেশজুড়ে মানুষের কাছে মাইলফলক।

পরিশেষে বলি সময় থেমে থাকে না। এজন্যতো বছরে পর অাবার নতুন বছের অাগমন হয়। নতুন বছর হোক নতুন কিছু ভালো কাজ যা হবে দেশের মানুষকে উৎসর্গ করার এক নতুন প্রয়াস।

লেখক > শিক্ষার্থী

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...