ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - স্বপ্ন ও সম্ভাবনার আশায় স্বাগত ২০১৭

স্বপ্ন ও সম্ভাবনার আশায় স্বাগত ২০১৭

মেহেদী হাসান বাবু >

কেমন কেটেছে পুরানো বছর, কেমন কাটবে নতুন বছর। যায় দিন ভাল না আসে দিন ভাল তা ভেবেই জীবন থেকে এক একটা বছর পুরানো হয়ে যায়। মানুষ আসলে ভবিষ্যতের স্বপ্ন আর সম্ভাবনার আশায় বেঁচে থাকে।

তবু ফেলে আসা দিনের কথা মনে হলে চোখের সামনে স্মৃতিগুলো ছবির মতো ভাসে। ভবিষ্যতের ভাবনা নিয়ে চিন্তা করতে গেলে, অতীত এসে অবিরত বেপরোয়া হাসে।’ জীবনের খাতা থেকে পাতা থেকে হারিয়ে গেল আরেকটি বছর। পাওয়া না পাওয়ার হিসাব চুকিয়ে দিয়ে চলে যাবে ২০১৬ সালটি। আমরা বাঙালি বাংলা ভাষাভাষী হলেও ইংরেজি সালটি যেন আমাদের বাঙালিদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত। অনেক সময় যেন মনে হয় ইংরেজি সাল মাস বছরগুলো আমাদের বিদ্রূপ করে। কিন্তু করার কি সত্যিই কিছু নেই। নববর্ষ আমাদের অস্তিত্ব আর ইংরেজি সালটা যেন আমাদের প্রাত্যহিক জীবন, চলে যাওয়া বিদায় জানানো এ ২০১৬ সালটি কেমন কেটেছে আমাদের বিদায়ী বছরটি? যদিও আমার বিদায়ী বছরের ৫মাস কেটেছে দেশে আর বাকিটা কেটেছে প্রবাসে। প্রতি বছরের মতো গত বছরেও আনন্দ-বেদনা, সুখ-দুঃখ, আশা-নিরাশার দোলায় দুলেছি আমরা।তবে দেশের বিদায়ী বছরটিতে রাজনৈতিক অস্থিরতা না থাকলেও মানুষের মধ্যে হতাশ ছিলো। তবে সুখকর ঘটনায় হৃদয় পুলকিত হওয়ার চেয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় হৃদয় ভারাক্রান্তই হয়েছে বেশি।

বিদায়ী বছরে যে পরিমানে দেশে নারী শিশু হত্যা ও বেশ ক’টি সন্ত্রাসী হামলা ছাড়াও আঘাত এসেছে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর। এসব ঘটনা আতংক হয়েছে দেশের মানুষের মনে।তবে এর জন্য নাকি দায়ি বিচারহীনতা ও মানবিকতার বিপর্যয়। উদঘাটিত হয় ধনাঢ্য পরিবারের সন্তানদের জঙ্গিবাদে জড়িয়ে পড়ার প্রমাণ। এ দুই ঘটনার পর আইনশৃংখলা বাহিনী জোরালো জঙ্গিবিরোধী অভিযান শুরু করে এবং এতে বেশ সাফল্যও মেলে। তবে বিদায়ী বছর দেশে জঙ্গিবাদ বিস্তারের যে আলামত রেখে গেছে, তা নতুন বছরের জন্য বিশেষ সতর্কবার্তা বটে।অর্থনীতি ক্ষেত্রে ২০১৬ সালের একটি ইতিবাচক ঘটনা হল জিডিপি প্রবৃদ্ধির হার রেকর্ড ৭.০৫ শতাংশে উন্নীত হওয়া। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণ কাজ এগিয়ে যাওয়ার বিষয়টিও দেশের অর্থনৈতিক সক্ষমতার একটি নির্দেশক হিসেবে বিবেচিত হবে। তবে অর্থনীতি ক্ষেত্রে সবচেয়ে নেতিবাচক ঘটনা ছিল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, যা দেশে-বিদেশে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। বিনিয়োগে স্থবিরতা বিদায়ী বছরেও অব্যাহত ছিল।আন্তর্জাতিক অঙ্গনে বিদায়ী বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জনমত জরিপের বিপরীতে ডোনাল্ড ট্রাম্পের জয়ী হওয়া। তার এ নির্বাচন সেদেশে বসবাসকারী অভিবাসী, মুসলমান ও অশ্বেতাঙ্গ জনগোষ্ঠীর মনে উৎকণ্ঠার জন্ম দিয়েছে। ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করার পর নতুন বছর যুক্তরাষ্ট্রসহ বিশ্ব পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে তাকিয়ে থাকবে মানুষ। ২০১৭ সালে দেশের সার্বিক পরিস্থিতি কেমন হবে, কেমন কাটবে নতুন বছর তা এ মুহূর্তে বলা কঠিন।

আমরা আশা করব, নতুন বছরটি দেশবাসীর জন্য নিয়ে আসবে স্বস্তিদায়ক খবর। আমাদের রাজনৈতিক নেতৃত্বই পারেন বড় কোনো সুখবর উপহার দিতে। শুভবুদ্ধি দ্বারা পরিচালিত হয়ে তারা নতুন বছরটিকে তাৎপর্যপূর্ণ করে তুলবেন- এটাই প্রত্যাশা।

জয় হোক মানবতার……সেই স্বপ্ন ও সম্ভাবনার আশায় স্বাগত ২০১৭…

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...