ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পল্লীকবি জসীম উদদীনের ১১৪তম জন্মবার্ষিকী আজ

পল্লীকবি জসীম উদদীনের ১১৪তম জন্মবার্ষিকী আজ

সাংস্কৃতিক প্রতিবেদক >

পল্লীকবি জসীম উদদীনের ১১৪তম জন্মবার্ষিকী আজ রবিবার। এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।

পল্লীকবি জসীম উদদীন ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার লেখায় মাটি ও মানুষের কথা উঠে এসেছে বলে বাংলা সাহিত্যে পল্লীকবি বলে খ্যাত হয়েছেন।

১৯৭৬ সালের ১৪ মার্চ ৭৩ বছর বয়সে ঢাকায় মারা যান জসীমউদদীন। পরে তাকে ফরিদপুর শহরতলির গোবিন্দপুর গ্রামের নিজ বাড়ির আঙিনায় তার কবর কবিতায় বর্ণিত প্রিয় ডালিম গাছের নিচে সমাহিত করা হয়।

পল্লীকবির জন্মদিনে ফরিদপুর জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের যৌথ আয়োজনে শহরতলির গোবিন্দপুরের পৈত্রিক বাড়ির কবির সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, অলোচনা সভা, কবির কবিতা থেকে পাঠ ও দোয়া অনুষ্ঠিত হবে।

 

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...